চলতি বিপিএলের তিন ভাগের দুইভাগ ম্যাচ সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্সের ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম পর্বের খেলা। এবার শেষ পর্বের জন্য ঢাকায় ফিরবে বিপিএল।
চট্টগ্রাম পর্বের মধ্য দিয়ে বিপিএলের ৩২টি ম্যাচ সমাপ্ত হয়েছে। এর মধ্যে একমাত্র দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। টানা ৮ জয়ের পর চট্টগ্রামে শেষ দিনের খেলায় হেরেছে রংপুর। তবে এতে তাদের অবস্থানে কোনো প্রভাব পড়েনি। ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে রাইডার্স বাহিনী।
রংপুরের পরেই অবস্থান ফরচুন বরিশালের। এখন পর্যন্ত ৮ ম্যাচে ৬ জয় পেয়েছে দলটি। তাদের নামের পাশে ১২ পয়েন্ট। অবশ্য দুটো ম্যাচ শীর্ষে থাকা রংপুর রাইডার্সের কাছে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন:
» সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলে বড় উন্নতি খুলনার
» অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ : সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
বরিশালের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে টেবিলের তিনে অবস্থান করছেন চিটাগং কিংস। ৯ ম্যাচে ৫ জয়ের বিপরীতে ৪ ম্যাচে হেরেছে মোহাম্মদ মিথুনের দল।
চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে উন্নতির মুখ দেখেছে খুলনা। দুই ধাপ এগিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে দলটি। ৯ ম্যাচে ৪ জয়ের বিপরীতে ৪ ম্যাচে হেরেছেন মিরাজরা। সমান পয়েন্ট নিয়ে খুলনার পরেই অবস্থান করছে দুর্বার রাজশাহী। অবশ্য খুলনার চেয়ে এক ম্যাচ বেশি খেলেছেন তাসকিন-এনামুলরা।
একদিন আগেই চিটাগংকে কিংসকে হারিয়ে টেবিলের চারে জায়গা করে নিয়েছিল ঢাকা ক্যাপিটালস। তবে চট্টগ্রাম পর্বের শেষ দুই ম্যাচে খুলনা ও রাজশাহীর জয়ে দুই ধাপ নিচে নেমে গেছে ঢাকা। ১০ ম্যাচে ৩ জয় ও ৭ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে রাজধানীর দলটি। এছাড়া টেবিলের তলানীতে থাকা সিলেট ৯ ম্যাচে কেবল ২ জয় পেয়েছে।
আগামী রবিবার (২৬ জানুয়ারি) থেকে শুরু হবে ঢাকা পর্বের খেলা। বাকি সবগুলো ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৫/বিটি