ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারানোর স্বাদ পেয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে গতকাল পাকিস্তানের ঘরের মাঠে তাদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে টাইগাররা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা এই ম্যাচ জিতে তাই সুখবর পেল বাংলাদেশ।
২০২৩-২৫ মৌসুমের এই টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা বাংলাদেশ জয় দিয়ে করলেও শেষ তিন ম্যাচে টানা পরাজয় বরণ করেছে তারা। আর এতে এই সিরিজ শুরু করার আগে ৯ দলের এই চ্যাম্পিয়নশিপের ৮ম অবস্থানে ছিল শান্ত-মুশফিকদের অবস্থান। এবার এক ম্যাচ জিতে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের গেল দুই মৌসুমির মত এবার কেবল পয়েন্টের হিসেবে তালিকা করা হয় না। কেননা আন্তর্জাতিক সূচিতে কোন দলের টেস্ট খেলার সংখ্যা বেশি আবার কোন দলের কম। তাই ম্যাচ জয়ের শতকরা পয়েন্টের হিসেবে চ্যাম্পিয়নশিপে দলগুলোর অবস্থান নির্ধারণ করা হয়। অর্থাৎ সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্টের মধ্যে কত শতাংশ পয়েন্ট পেয়েছে দলগুলো।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ঘরের মাঠে পরাজিত করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে কিউইদের কাছে হারার পাশাপাশি লঙ্কানদের বিপক্ষেও দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। চলতি মৌসুমে এখন পর্যন্ত খেলা ৫ ম্যাচের ২টিতে জয় ও ৩টিতে হার রয়েছে শান্ত বাহিনীর।
দুই জয়ে বাংলাদেশের শতকরা পয়েন্ট ৪০ শতাংশ। যা নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার ছয় নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে এক ধাপ ওপরে রয়েছে শ্রীলঙ্কা। এদিকে ৯ ম্যাচে ৬ জয়ে সর্বোচ্চ ৬৮.৫২ নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারত। অপরদিকে ৯ ম্যাচে কেবল ১ জয়ে তলানিতে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন: সচেতন ছিল না পাকিস্তান, বাংলাদেশের প্রাপ্য কৃতিত্ব: আফ্রিদি
ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৪/এফএএস