বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দেশে অস্থিরতা বিরাজ করছে। আগামীকাল (রোববার) সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে আন্দোলনকারী। তাই নিরাপত্তার কথা ভেবে টাইগারদের আগামীকালের অনুশীলন কার্যক্রম স্থগিত করেছে জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট।
পাকিস্তানকে সফরকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। আজ (শনিবার) দৌড় পরীক্ষা ছিল ক্রিকেটারদের। তবে বৃষ্টির কারণে তা বাতিল হয়। তবে পরবর্তীতে কোনো একসময় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই দৌড় পরীক্ষা সম্পন্ন হবে। আর আগামীকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্রিকেটারদের স্কিল ট্রেনিং শুরুর কথা ছিল, যা দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে স্থগিত করা হয়েছে।
বিসিবি সূত্রে জানা যায়, ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিরাপত্তার কথা ভেবে রোববারের অনুশীলন কার্যক্রম বন্ধ করা হয়েছে। তারা ঢাকার বিভিন্নস্থানে বসবাস করেন। দেশের এমন পরিস্থিতিতে তাদের স্টেডিয়ামে আসাটা অনেক ঝুঁকিপূর্ণ হবে। এ কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন:
» পাকিস্তান সফরে পুরোপুরি প্রস্তুত হয়ে খেলবেন তাসকিন?
» অলিম্পিক রিংয়ে থাকা কোন রং কি নির্দেশ করে?
বিশ্বকাপের পর বেশ কয়েকদিন ছুটি পেয়েছিল কোচরা। এবার একে একে বাংলাদেশে ফিরছেন তারা। দু-দিন আগে ঢাকায় পা রেখেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গতকাল পৌঁছেছেন স্পিন কোচ মোশতাক আহমেদ। আর পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস এবং ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প চট্টগ্রাম পর্ব থেকেই জাতীয় দলের সঙ্গে আছেন।
আগামীকাল হাথুরুসিংহে অন্যান্য কোচিং স্টাফদের অধীনেই স্কিল ট্রেনিং শুরুর কথা ছিল ক্রিকেটারদের। তবে স্থগিত হওয়া এই ট্রেনিং কবে শুরু তা এখনও নিশ্চিত নয়।
আগামী ১৫ বা ১৬ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। তবে তার আগে বাংলাদেশ এ দলের সঙ্গে পাকিস্তান সফরে যাবে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। তার দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করা হবে।
ক্রিফোস্পোর্টস/৩আগস্ট২৪/বিটি