আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। উদ্বোধনী ম্যাচে দুপুর ২ টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচে মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। ঢাকা ফ্র্যাঞ্চাইজির কাছে এটা অনেকটা হেম ভেন্যুই বলা যায়। আর আসরের সফলতম দল কুমিল্লার কাছেও দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। আজ আরও ছুটির দিন (শুক্রবার) হওয়ায় দু’দলের ভক্ত-সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা গেছে স্টেডিয়াম প্রাঙ্গনে।
নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়ালেও স্টেডিয়ামের প্রবেশ মুখে এখনও প্রায় হাজারখানেক দর্শকদের উপস্থিতি দেখা গেছে। সময়ের সাথে সাথে এই সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। দর্শকদের চাপ সামলাতে নিরাপত্তায় নিয়োজিত কর্মীদেরও তাই হিমশিম খেতে হচ্ছে। শুক্রবার দুপুর বেলায় ঢাকার রাস্তায় তেমন যানজট না থাকলেও আজ মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়ামের দু’পাশের সড়কে ব্যাপক যানজটের তৈরি হয়েছে।
এবারের বিপিএলকে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করতে একাধিক উদ্যোগ নিয়েছে বিসিবি। দশম আসরের বিপিএল অভিজ্ঞতা আরও রাঙিয়ে তুলতে ৩৬০ ডিগ্রি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। স্টেডিয়ামের বাইরে পতাকা এবং অন্যান্য সাজসজ্জার কাজ করেছে ক্রিকেট বোর্ড। আজ খেলা রয়েছে দু’টি৷ এদিন ঢাকা, সিলেট ও কুমিল্লার দর্শকদের সরব উপস্থিতি থাকলেও চট্টগ্রামের ভক্ত-সমর্থকদের তেমন একটা দেখা যায়নি। তবে তাদের ম্যাচটি যেহেতু সন্ধ্যায় তাই আশা করা যাচ্ছে বিকালের পর তাদের উপস্থিতি বাড়বে।
তবে এতকিছুর পরও দর্শকদের সবচেয়ে বেশি প্রত্যাশা খেলার মান নিয়ে। তারা মিরপুরে রানের ফুলঝুরি দেখতে চায়। মিরপুরের উইকেটে রান কম হওয়া নিয়ে অনেকেরই অভিযোগ আছে। যদিও এবার বিসিবি আশ্বাস দিয়েছিল অন্য যে কোন বারের চেয়ে মিরপুরে রান বেশি হবে। এখন বাকিটা মাঠের খেলাতেই দেখা যাবে কতটুকু তা ফলে।
আরও পড়ুন: বিপিএলের প্রতি ম্যাচে দর্শকদের জন্য থাকছে বিশাল সুযোগ
ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি২৪/এমএস/এমটি