আসন্ন বিশ্বকাপ শেষে ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড় দায়িত্ব থেকে অব্যাহতি নিবেন। ওই শূন্যস্থান পূরণ করতে গৌতম গাম্ভীরকে প্রধান কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। শুক্রবার (১৭ মে) ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, বিসিসিআই গম্ভীরের সাথে যোগাযোগ করছে। বিশ্বকাপজয়ী সাবেক এই ব্যাটারকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বোর্ড।বর্তমানে এই সাবেক ভারতীয় ওপেনার কলকাতার নাইট রাইডার্সের মেন্টর হিসেবে কাজ করছে। বোর্ড কর্মকর্তাদের সাথে তার আলোচনা করার কথা আছে কলকাতার আইপিএল যাত্রা শেষ হলে। কলকাতার এই মেন্টর তখনই তার সিদ্ধান্ত জানাবেন।
কোচ পদে আবেদন করার শেষ সময় আগামী ২৭ মে পর্যন্ত। আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬মে। কলকাতা ফাইনালে গেলেও গৌতম গম্ভীর একদিন সময় পাচ্ছে তার সিদ্ধান্ত জানানোর। সেদিনই ভারতের এই সাবেক ওপেনার তার সিদ্ধান্ত জানাবেন।
ভারতের মতো দলের কোচিংয়ের প্রস্তাব পেলেও আন্তর্জাতিক বা ঘরোয়া কোন কিছুতেই কোচিংয়ের অভিজ্ঞতা নাই গম্ভীরের। তবে তিনি মেন্টর হিসেবে বেশ সফল। গতবার আইপিএলে লখনৌ জায়ান্টসকে প্লে অফে নিয়ে গিয়েছিলেন । চলতি আসরে তার অধীনে কলকাতা সবচেয়ে সফল দল।
এছাড়াও খেলোয়াড় হিসেবে ভারতীয় এই সাবেক ব্যাটার ছিলেন বেশ সফল। ভারতকে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। আইপিএলে ক্যাপ্টেন হিসেবে কলকাতাকে দুটি শিরোপা জেতান এই কিংবদন্তী।
এদিকে রাহুল দ্রাবিড় নিশ্চিত করেছেন তিনি আর ভারতীয় ক্রিকেট টিম কোচিংয়ের দায়িত্ব পালন করতে পারবেন না। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দুই বছর মেয়াদে ভারতীয় ক্রিকেট দলের কোচার হিসেবে দায়িত্ব পালনে নিযুক্ত হন তিনি। গত বছরের নভেম্বরে তার চুক্তি শেষ হলেও বোর্ডের অনুরোধ সময় দীর্ঘ করে এই বছরের জুন মাস পর্যন্ত থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন মি. ওয়াল। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেই দায়িত্ব ছাড়বেন তিনি।
আরও পড়ুন: ধোনি-কোহলিদের হাইভোল্টেজ ম্যাচসহ আজকের খেলা (১৮ মে ২৪)
ক্রিফোস্পোর্টস/১৮মে২৪/এইচআই/এজে