Connect with us
ক্রিকেট

বৃষ্টি বিঘ্নিত ম্যাচের শুরুতেই প্রোটিয়াদের ব্যাটিং বিপর্যয়

Aus Vs Sa
বৃষ্টি বিঘ্নিত ম্যাচের শুরুতেই প্রোটিয়াদের ব্যাটিং বিপর্যইয়। ছবি- সংগৃহীত

আজ কলকাতার ইডেন গার্ডেনসে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে আসরে দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হওয়া ম্যাচের শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। উড়তে থাকা প্রোটিয়া ব্যাটিং ইউনিট অবশ্য ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়েছে।

ইডেন গার্ডেনসের পিচ আজ অবশ্য ম্যাচের শুরু থেকেই স্বভাব বিরুদ্ধ আচরণ করেছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১৪ ওভারে ৪৪ রান তুলতেই দক্ষিণ আফ্রিকা হারিয়েছে ৪ উইকেট। বৃষ্টি শেষে আবার শুরু হয়েছে খেলা। সর্বশেষ খবর, ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে  ১১১ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।

ব্যাটিংয়ে নেমেই অজি বোলারদের বাড়তি বাউন্স আর সুইংয়ে দিশেহারা হয়ে পড়ে প্রোটিয়া টপ অর্ডার। প্রথম ওভারেই স্টার্কের বলে শূণ্য রানেই সাজ ঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। পরে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কুইন্টন ডি ককও মাত্র ৩ রান করেই আউট হয়ে যান। এরপর ফন ডার ডুসেন এবং এইডেন মার্করাম দলের প্রাথমিক বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করে তারাও ব্যর্থ হন।

দলীয় ২২ রানে অজিদের তৃতীয় শিকার এইডেন মার্করাম। ২০ বলে ব্যক্তিগত ১০ রান করে স্টার্কের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ফন ডার ডুসেন ৩১ বল খেলে ৬ করে আউট হলে দলীয় ২৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়াদের টপ অর্ডারের ৪ উইকেটের ভেতর সমান দু’টি করে উইকেট নেনে স্টার্ক এবং হ্যাজেলউড। ব্যাটিং বিপর্যয়ে ইনিংসে হঠাৎ বৃষ্টির হানায় ১৪ ওভার শেষে ম্যাচ বন্ধ হয়ে যায়। নিজেদের সাথে চোকার ট্যাগ লেগে যাওয়া দক্ষিণ আফ্রিকা কি এবারেও ভক্তদের হতাশ করতে চলেছে?

 

আরও পড়ুন: প্রথমার্ধেই ৪ গোলে পিছিয়ে পড়লো বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট