ঘরের মাঠে শেষ বারের মতো আন্তর্জাতিক টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন সাকিব আল হাসান। তবে শেষ পর্যন্ত সেই সুযোগ পাননি এই টাইগার অলরাউন্ডার। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে থাকছেন না সাকিব। আর এতেই হাঁফ ছেড়ে বাঁচার কথা বললেন প্রতিপক্ষ অধিনায়ক।
প্রথম টেস্ট শুরু হওয়ার আগে আজ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক এইডেন মার্করাম। যেখানে তিনি কথা বলেছেন বাংলাদেশের স্কোয়াড, সাকিব ও এখানকার কন্ডিশন নিয়ে। এছাড়াও নিজেদের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন এই প্রোটিয়া অধিনায়ক।
সাকিবের অনুপস্থিতি মিস করবেন কিনা এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে মার্করাম বলেন, ‘সেভাবে মিস করব না। তবে সে খুব ভালো বোলার ও একজন ভালো খেলোয়াড়। বিশ্বমানের প্লেয়ার। অনেক বছর ধরে খেলে আসছে। তাকে মোকাবেলা করতে হবে না, এটা অবশ্যই হাঁফ ছেড়ে বাঁচার মতো। তার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।’
তবে এখনও বাংলাদেশকে শক্তিশালী দল বলে মনে করেন মার্করাম। তিনি বলেন, ‘তবে তাদের এখনকার স্কোয়াডও অনেক শক্তিশালী, তাদের ভালো ভালো কিছু স্পিনার আছে। বিশেষ করে এই হোম কন্ডিশনে। কোনো সন্দেহ নেই, আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কঠিন এবং রোমাঞ্চকর কিছু দিন কাটাতে যাচ্ছি।’
আরও পড়ুন:
» ম্যাচ হারের পর-ই স্বস্তি মিললো ভারতের
» ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ দেখুন সরাসরি
» ক্রীড়া সংস্থায় দুই মেয়াদের বেশি কেউ থাকতে পারবে না – ক্রীড়া উপদেষ্টা
তিনি আরও বলেন, ‘স্পিন অবশ্যই আলোচনার বিষয়, বিশেষ করে আমরা যখন দক্ষিণ আফ্রিকা থেকে এসেছি। আমাদের দেশে এমন কন্ডিশন নেই। আমাদের জন্য রোমাঞ্চকর এক চ্যালেঞ্জ। তাও তরুণ একটা দল এসেছে, যারা এখানে টেস্ট খেলেনি। নতুন কন্ডিশনে খেলা সবসময় রোমাঞ্চকর। এখান থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচ এবং ভবিষ্যতে উপমহাদেশের খেলায় কাজে লাগাতে হবে।’
‘আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। স্পিনের বিরুদ্ধে ভালো খেলতে চাই, এই কন্ডিশন মানিয়ে নিতে চাই। একসাথে অনেকগুলো সেশন ভালো খেলে অতীতের মতোই ফলাফল পক্ষে আনতে চাই। তবে এটা সহজ হবে না। এই কন্ডিশন আমাদের জন্য বেশ ভিন্ন। মহারাজ বেশ অভিজ্ঞ একজন ক্রিকেটার। সে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে’– যোগ করেন মার্করাম।
ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৪/এফএএস