Connect with us
ক্রিকেট

বিদায়ী টেস্টে এলগারের হাতে নেতৃত্ব তুলে দিলো প্রোটিয়ারা

Dean elgar
বিদায়ী টেস্টে ভারতের বিপক্ষে প্রোটিয়াদের নেতৃত্ব দেবে ডিন এলগার

বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল ডিন এলগারকে। ধারণা করা হয় কোচের সাথে সম্পর্ক ভালো না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে এবার ভাগ্যক্রমে ক্যারিয়ারের শেষ টেস্টে মাঠে নামার আগে নেতৃত্বের সেই পুরনো ভার ফিরে পেলেন এলগার।

প্রোটিয়াদের বর্তমান নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে চোটে পড়ায় সিরিজের শেষ ম্যাচে এমন সুযোগ পেয়েছেন ডিন এলগার। মূলত হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছেন বাভুমা। আগামী ৩ জানুয়ারি ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে দলকে নেতৃত্ব দেবেন এলগার।

সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই মঙ্গলবার চোটে পড়েছেন বাভুমা। বোলিং ইনিংসের ২০তম ওভারে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। বৃহস্পতিবার সেঞ্চুরিয়ান টেস্টের পরে বাভুমার সিরিজ থেকে ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)।

তবে বাভুমাকে ছাড়াই ম্যাচটিতে ভারতের বিপক্ষে ৩২ রান এবং ইনিংস ব্যবধানে বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বাভুমার অবর্তমানে অধিনায়কত্বের দায়িত্বও পালন করেন এলগার। আর সেই ম্যাচে জয়ের নায়কও বনে যান তিনি। ব্যাট হাতে ১৮৫ রানের ঝলমলে এক ইনিংস খেলেন এলগার। ম্যাচসেরা হয়েছেন এলগার।

ভারত সিরিজের আগে অবসরের ঘোষণা দিয়ে রেখেছিলেন এই সাবেক প্রোটিয়া কাপ্তান। প্রথম ম্যাচে বাভুমার পরিবর্তে এলগার আন-অফিশিয়ালি দলকে নেতৃত্ব দিলেও এবার কেপটাউনে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে আনুষ্ঠানিকভাবেই অধিনায়কত্ব করার সুযোগ পেলেন তিনি। এতে করে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচে পুরনো ভূমিকায় ফের দেখা যাবে এলগারকে।

আরও পড়ুন: হঠাৎ ইনস্টাগ্রাম ‘অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ’ করে দিলেন করিম বেনজেমা

ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট