Connect with us
ক্রিকেট

আফগানদের হৃদয় ভেঙে প্রথমবারের মতো ফাইনালে প্রোটিয়ারা

T20 World Cup 2024_ South Africa vs Afghanistan
আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ছবি- সংগৃহীত

আইসিসির বিশ্ব মঞ্চে এর আগে একাধিকবার সেমিফাইনাল খেলেছে দক্ষিণ আফ্রিকা । তবে সেমির গণ্ডি পেরিয়ে কখনো ফাইনালে উঠতে পারেনি তারা। অবশেষে ফাইনালে ওঠার স্বাদ পেল প্রোটিয়ারা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে এইডেন মার্করামের নেতৃত্বাধীন প্রোটিয়া বাহিনী।  

আজ বৃহস্পতিবার (২৭ জুন) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। এদিন প্রোটিয়াদের কাছে কোনো পাত্তাই পায়নি আফগানরা। টস জিতে প্রথমে ব্যাট করে ইয়ানসেন-রাবাদাদের বোলিং তোপে মাত্র ৫৬ রানেই গুটিয়ে যায় রশিদ-নবিরা। জবাবে ৬৭ বল ও ৯ উইকেট হাতে রেখে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।

ব্রায়ান লারা স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরুতেই বিপদে পড়ে আফগানিস্তান। ইনিংসের প্রথম ওভারেই টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক রহমানুল্লাহ গুরবাজকে হারায় আফগানরা। তার মূল্যবান উইকেটটি তুলে নেন মার্কো ইয়ানসেন। দ্বিতীয় উইকেট জুটিতে ইব্রাহিম জাদরান ও গুলবাদিন নাইব বিপত্তি সামাল দেওয়ার চেষ্টা করলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি এই জুটি। দলীয় ১৬ রানের মাথায় গুলবাদিনকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন ইয়ানসেন।

আরও পড়ুন:

» নারী এশিয়া কাপ ২০২৪ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি

» সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনালে উঠবে কারা? 

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। সপ্তম উইকেট করিম জানাত ও রশিদ খান মিলে ২২ রান যোগ করেন, যা আফগান ইনিংসের সর্বোচ্চ জুটি। এই জুটিতে ভর করে শেষ পর্যন্ত ৫৬ রান তুলতে পেরেছে রশিদ-নবিরা। দলের হয়ে দুই অঙ্কের রান ছুঁইয়েছেন শুধু আজমতুল্লাহ ওমরজাই। ১২ বলে ১০ রান করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কো ইয়ানসেন ও তাবরাইজ শামসি ৩টি করে উইকেট শিকার করেছেন। এছাড়া কাগিসো রাবাদা ও আনরিচ নরকিয়া ২টি করে উইকেট নিয়েছেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৫ রানে কুইন্টন ডি ককের উইকেট তুলে নেয় আফগানিস্তান। তবে এরপর প্রোটিয়াদের তেমন কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি আফগান বোলাররা। রিজা হেনড্রিক্স ও এইডেন মার্করামের ৫৫ রানের জুটিতে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। আফগানিস্তানের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেন ফজলহক ফারুকী।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান: ৫৬/১০ (১১.৫ ওভার)

দক্ষিণ আফ্রিকা: ৬০/১ (৮.৫ ওভার)

ফলাফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/২৭জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট