Connect with us
ক্রিকেট

সেমিফাইনালে আফগানিস্তানের ভরাডুবির কারণ জানা গেল

T20 World Cup 2024_Afghanistan Team
প্রোটিয়াদের কাছে ৫৬ রানে অলআউট হয়ে ৯ উইকেটে হেরেছে রশিদরা। ছবি- সংগৃহীত

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। রূপকথা লেখার এই যাত্রায় নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়েছে তারা। সেমিফাইনালের বাধা টপকে প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্নও হাতছানি দিচ্ছিল রশিদ খানদের। তবে এক নিমিষেই সব স্বপ্ন মাটিতে মিশিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আফগানিস্তানের সেমিফাইনালে বিশাল ভরাডুবি হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রীতিমতো দাঁড়াতেই পারেনি দলটি। প্রথমে ব্যাট করে মাত্র ৫৬ রানেই অলআউট হয়ে যায় তারা। জবাবে ৯ উইকেটের সহজ জয় নিয়ে ফাইনালের টিকিট কাটে প্রোটিয়ারা।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারানো সেই আফগানিস্তানের সেমিফাইনালে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তবে এমন ভরাডুবির কারণ কি? তা নিয়ে গবেষণা চালাচ্ছেন অনেক ক্রিকেট বিশ্লেষকরা। তবে আফগানিস্তানের ভরাডুবির কারণ জানিয়ে এক্সে বার্তা দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকেল ভন।

আরও পড়ুন:

» দক্ষিণ আফ্রিকা যেন সেই রাজা মাকড়সার গল্প

» আফগানদের হৃদয় ভেঙে প্রথমবারের মতো ফাইনালে প্রোটিয়ারা 

তিনি বলেন, ‘স্থানীয় সময় সোমবার রাতের ম্যাচে সেমিফাইনাল নিশ্চিত করার পর সেন্ট ভিনসেন্ট থেকে ত্রিনিদাদের উদ্দেশ্যে বিমান ধরেছিল আফগানরা। তবে সেই ফ্লাইট চার ঘণ্টা দেরিতে ছাড়ায় ত্রিনিদাদে নেমে কোনো অনুশীলন করতে পারেনি আফগান শিবির। তাছাড়া নতুন ভেন্যুর পরিবেশের খাপ খাইয়ে নেওয়ার সময়টুকুও পায়নি তারা। আমার মতে, এভাবে খেলোয়াড়দের প্রতি চরম অসম্মান করা হয়েছে।’

সেমিফাইনালের মতো একটি বড় ম্যাচের আগে অনুশীলন করতে না পারা, ভেন্যুর পরিবেশ সম্পর্কে ধারণা না থাকা ম্যাচে ব্যাপক প্রভাব ফেলতে পারে। আর একেই আফগানিস্তানের ভরাডুবির পেছনের কারণ হিসেবে দায়ী করছেন এই সাবেক ক্রিকেটার।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হয়ে লজ্জাজনক হারের পর ফ্লাইট বিপর্যয় বা অনুশীলন করতে না পারা নিয়ে কোনো অজুহাত দাড় করাননি আফগান দলপতি রশিদ খান। তিনি বলেন, ‘ এটা দল হিসেবে আমাদের জন্য কঠিন ছিল। তবে আরও ভালো খেলতে পারতাম। কিন্তু তা করতে পারেনি। টি-টোয়েন্টি ক্রিকেটে আপনাকে সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমি মনে করি তারা অসাধারণ বোলিং করেছে।’

ক্রিফোস্পোর্টস/২৭জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট