
গেল দুই ম্যাচ ইন্টার মায়ামির জার্সিতে মাঠে দেখা যায়নি লিওনেল মেসিকে। ঠিক কী কারণে তাকে বসিয়ে রাখা হয়েছিল, তা পরিষ্কারভাবে জানায়নি দল। তাই অনেকেই মনে করছিলেন ইনজুরিতে পড়েছেন এই আর্জেন্টাইন তারকা। এবার মেসির বর্তমান পরিস্থিতি জানালেন মায়ামি কোচ; ধারণা দিলেন কবে ফিরতে পারেন এই তিনি।
আজ রাত দুইটায় ঘরের মাঠে শার্লট এফসির বিপক্ষে মাঠে নামবে মায়ামি। সেই ম্যাচের আগে গতকাল শনিবার সংবাদ সম্মেলনে মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, ‘লিও এখন আগের চেয়ে অনেক ভালো আছে। আমরা আশাবাদী, যদি সবকিছু ভালোভাবে এগোয়, তাহলে তার খেলার থাকার সম্ভাবনা আছে। আমরা পর্যবেক্ষণ করব। এখনও অনুশীলনের বাকি আছে। অনুশীলন শেষ হওয়ার আগ পর্যন্ত আমি সিদ্ধান্ত দিতে পারি না।’
মেসি কোনো ইনজুরিতে আক্রান্ত হয়েছেন তেমন নয়। সেটা নিশ্চিত করেন মায়ামি কোচ জানান তার পেশিতে অস্বস্তি দেখা দিয়েছিল, ‘তার কোনো চোটাঘাত নেই। তবে তার পেশির অস্বস্তি ছিল। এর আগে অল্প সময়ে টানা তিনটি ম্যাচ খেলা, আবহাওয়ার পরিবর্তন ও আরও নানা কিছু মিলিয়েই এটা হয়েছে। আমার চেয়ে বেশি তো কেউ চায় না যে লিও খেলুক। কারণ আমি জানি, সে থাকলে আমরা কতটা শক্তিশালী।’
আরও পড়ুন:
» ফাইনালে টস করতে নেমেই দুর্ভাগ্যজনক বিশ্বরেকর্ড ভারতের
» নাঈমের ঝড়ো ব্যাটিংয়ে রানের রেকর্ড, একটুর জন্য মিস ডাবল সেঞ্চুরি
যদিও মেসিকে ছাড়াই সর্বশেষ দুই ম্যাচে জয় পেয়েছে মায়ামি। তবে মেসিকে বিনা কারণে বসিয়ে রাখার পক্ষে নন মাশ্চেরানো, ‘নিজের পায়ে গুলি করার মতো পাগল আমি নই। তবে কিছু পরিস্থিতি আছে, প্রতিটি দিন ধরে পর্যালোচনা করতে হয়। শুধু লিওর ক্ষেত্রেই নয়, সব ফুটবলারের ক্ষেত্রেই আমাকে নিশ্চিত করতে হবে, তারা যেন শতভাগ ঠিক থাকলে। নইলে অযথা ঝুঁকি নেব না।’
ক্রিফোস্পোর্টস/৯মার্চ২৫/এফএএস
