Connect with us
ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ সফরে যে কারণে বাংলাদেশ দলে নেই জাহানারা

Jahanara Alam
পেসার জাহানারা আলম। ছবি- গুগল

বাংলাদেশ নারী ক্রিকেট দল শিগগিরই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে। তবে দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম। তাকে বাদ দেওয়ার কারণ হিসেবে মানসিক স্বাস্থ্যের কথা উল্লেখ করেছেন নির্বাচক সাজ্জাদুল আলম শিপন। তবে জানা গেছে, বর্তমানে জাহানারা অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এবং সেখানকার একটি স্থানীয় লিগে অংশ নিচ্ছেন।

জাহানারার না থাকা এবং নতুন স্কোয়াড নিয়ে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। বাংলাদেশ নারী দলের নির্বাচক শিপন জানিয়েছেন, জাহানারা আলম নিজেই বোর্ডের কাছে সাময়িক অব্যাহতি চেয়েছেন। তার আবেদন গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শিপন বলেন, “জাহানারা মানসিক স্বাস্থ্যের কারণ দেখিয়ে বিশ্রাম চেয়েছে। আমরা সেই আবেদনে সম্মতি দিয়েছি। সম্ভবত তিনি ঘরোয়া ক্রিকেট দিয়ে আবার মাঠে ফিরবেন।”

আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল ১৫ সদস্যের ছিল। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য স্কোয়াডে একজন বাড়িয়ে ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। আগের দল থেকে রিতু মনি ও জাহানারাকে বাদ দিয়ে দলে নেওয়া হয়েছে লতা মন্ডল ও ফারিহা ইসলাম তৃষ্ণাকে। এছাড়া নতুন করে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন তরুণ ব্যাটার দিলারা আক্তার।


আরও পড়ুন :

» এত ছক্কার ম্যাচ আগে দেখেনি বিপিএল

» ‘তুর্কি মেসি’র জাদুতে দেপোর্তিভোর জালে রিয়াল মাদ্রিদের গোল উৎসব

» তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ে ফিরল বরিশাল


বাংলাদেশ নারী দলের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ানডে সিরিজটি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ, যা সরাসরি ২০২৫ সালের নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের জন্য প্রভাব ফেলবে। তিন ম্যাচের সিরিজে অন্তত দুটি ম্যাচ জিততে হবে বাংলাদেশ দলকে।

আগামী ১৪ জানুয়ারি বাংলাদেশ দল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছাবে। ১৯ জানুয়ারি সেন্ট কিটসে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ যথাক্রমে ২১ ও ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সিরিজ শেষে ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশ দল। সবগুলো ম্যাচই সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে।

নির্বাচক শিপন জানান, বাংলাদেশ নারী দল এই প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে। সফরটি পুরো দলের জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে যাচ্ছে। দলের মূল লক্ষ্য ওয়ানডে সিরিজে অন্তত দুটি ম্যাচ জয়লাভ করা।

তিনি আরও বলেন, “দলটা মোটামুটি একই রাখা হয়েছে। খুব বেশি পরিবর্তন নেই। ওয়েস্ট ইন্ডিজের উইকেট কন্ডিশন ব্যাটিং সহায়ক। সেই অনুযায়ী দল নির্বাচন করা হয়েছে। আমাদের লক্ষ্য বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাওয়া।”

জাহানারা আলম একজন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য পেসার। তার বাদ পড়া নিয়ে ক্রিকেটমহলে চলছে আলোচনা। মানসিক স্বাস্থ্য ইস্যুতে তাকে বিশ্রাম দেওয়া হলেও অনেকেই বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন।

বর্তমানে জাহানারা অস্ট্রেলিয়ায় স্থানীয় লিগে অংশ নিচ্ছেন। সেখানে খেলছেন বেশ স্বাচ্ছন্দ্যে। অথচ তিনি জাতীয় দলের স্কোয়াডে নেই। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, মানসিক স্বাস্থ্য ইস্যুটি কতটা সঠিক।

অনেকে মনে করছেন, হয়তো তিনি নিজের পারফরম্যান্সের চাপে ক্লান্ত হয়ে কিছুটা বিরতি চেয়েছেন। আবার কেউ কেউ এটিকে ক্রিকেট বোর্ডের সঙ্গে তার কোনো মতপার্থক্য হিসেবেও দেখছেন। তবে বোর্ডের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে জাহানারা নিজেই অব্যাহতি চেয়েছেন এবং বোর্ড তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।

নির্বাচকরা মনে করছেন, জাহানারা বিশ্রাম শেষে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে আবার জাতীয় দলে ফিরবেন। বোর্ডের একটি নীতি হলো ক্রিকেটারদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা। তাদের কথায়, খেলোয়াড়দের জন্য বিশ্রাম গুরুত্বপূর্ণ এবং সেটি তাদের ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলে।

অন্যদিকে, বাংলাদেশ নারী দলকে নিয়ে বোর্ডের পরিকল্পনা দীর্ঘমেয়াদি। তাদের লক্ষ্য ২০২৫ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাওয়া। এজন্য প্রতিটি সিরিজেই ভালো পারফর্ম করতে হবে।

বাংলাদেশ নারী দলের ওয়েস্ট ইন্ডিজ সফর তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। জাহানারার অনুপস্থিতি দলকে প্রভাবিত করতে পারে, তবে বোর্ডের বিশ্বাস দলে যারা রয়েছেন তারা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। দলকে উৎসাহিত করতে নির্বাচক, কোচ ও বোর্ড কর্মকর্তারা প্রতিনিয়ত কাজ করছেন।

দলের জন্য সবার একটাই প্রত্যাশা, ওয়েস্ট ইন্ডিজ সফরে অন্তত দুটি ওয়ানডে ম্যাচ জিতে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন পূরণ করা। সেইসঙ্গে জাহানারা আলমও দ্রুত মানসিকভাবে সুস্থ হয়ে আবার জাতীয় দলে ফিরবেন বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত বাংলাদেশ নারী দলের স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা, দিলারা আক্তার।

ক্রিফোস্পোর্টস/৭জানুয়ারি২০২৫/আইএইচআর/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট