Connect with us
ফুটবল

মেসিকে যে কারণে নিষেধাজ্ঞা দিল পিএসজি

Messi PSG
পিএসজির জার্সিতে লিওনেল মেসি (ছবি- গুগল)

বেশ কয়েকদিন ধরে আলোচনায় মেসির সৌদি সফর। এছাড়া আরবের বুকে সৌদির সবুজায়নে বিমোহিত হয়ে সামাজিক মাধ্যমে পোস্ট। জানা গেছে, এসব কিছুই তিনি করেছেন তিনি দেশটির পর্যটনের প্রচারণায়। কারণ মেসি সৌদির পর্যটন বিভাগের শুভেচ্ছাদূত।

এ নিয়ে মেসির সৌদি ক্লাবে খেলার জল্পনাও ছড়ায়। এসব চর্চার মধ্যে হঠাৎ সবাইকে চমকে দিয়েছে মেসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার খবর। মৌসুমের মাঝপথে লিওনেল মেসির সৌদি আরব সফরটি অনুমোদন ছিল না পিএসজির। আর এতেই তার বিরুদ্ধে দুসপ্তাহের নিষেধাজ্ঞা ও জরিমানার মতো কঠোর ব্যবস্থা নিল ক্লাব কর্তৃপক্ষ। খবর-আরএমসি স্পোর্টস।

মেসির অনুমোদন ছাড়া সৌদি যাত্রাকে বড় ভুল হিসেবে দেখছে পিএসজি। আর এতেই আগামী দুসপ্তাহের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয় তারকা এ ফুটবলারকে। এর ফলে লিগ ওয়ানের অন্তত দুটি ম্যাচ খেলতে পারবেন না মেসি। আগামী ২১ মে পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে তার।

প্রসঙ্গত, গতকাল সোমবার (১ মে) মেসিকে স্বাগত জানিয়ে টুইট করেন দেশটির পর্যটনবিষয়ক মন্ত্রী আহমেদ আল খাতিব। এতে তিনি লিখেছেন, সৌদি আরবের পর্যটন শুভেচ্ছাদূত মেসি ও তার পরিবারকে এ সফরে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত।

আরও পড়ুন: ধোনিদের ম্যাচসহ টেলিভিশনের পর্দায় আজকের খেলা

ক্রিফোস্পোর্টস/৩মে২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল