
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক কে হবেন তা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। নিলামে লোকেশ রাহুলকে ১৪ কোটি রুপিতে দলে ভেড়ানোর পর থেকেই ধারণা করা হচ্ছিল যে তিনিই হবেন দলের অধিনায়ক। তবে ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রাহুল দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
রাহুলের এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো নেতৃত্বের অতিরিক্ত চাপ নিতে না চাওয়া। তিনি বর্তমানে নিজের খেলার দিকে পুরোপুরি মনোযোগ দিতে চান এবং দলের জন্য সর্বোচ্চ অবদান রাখতে চান। অধিনায়কত্বের দায়িত্ব নিলে তা তার পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে তিনি মনে করছেন। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলে রাহুলের অবদান ছিল উল্লেখযোগ্য, এবং তিনি চাইছেন আইপিএলেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে।
রাহুলের আইপিএলে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে। ২০২০-২১ মৌসুমে তিনি পঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন এবং ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস বেশ কয়েকটি সফল মৌসুম কাটিয়েছে। এছাড়া, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইপিএলের সাত মৌসুমের মধ্যে ছয়টিতেই রাহুল ৫০০ বা তার বেশি রান করেছেন, যা তার ধারাবাহিক পারফরম্যান্সের প্রমাণ।
আরও পড়ুন:
» আইপিএলে বাড়ল টিকিটের দাম, তবুও মুহূর্তেই সব শেষ
» চ্যাম্পিয়ন্স লিগ : কোয়ার্টারে দলগুলোর প্রতিপক্ষ ও ম্যাচের সূচি
রাহুলের এই সিদ্ধান্তে ফ্র্যাঞ্চাইজিটি এখন অক্ষর প্যাটেলের দিকে ঝুঁকতে পারে বলে জানা গেছে। যদিও এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি। দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক কে হবেন এবং রাহুলের এই সিদ্ধান্ত দলের উপর কী প্রভাব ফেলবে তা নিয়ে ক্রিকেট ভক্তদের আগ্রহের শেষ নেই।
এদিকে রাহুলের এমন সিদ্ধান্তকে তার পেশাদারি দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন হিসেবে মনে করা হচ্ছে। তিনি দলের জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন, তবে তা নেতৃত্বের অতিরিক্ত চাপ বহন করা ছাড়াই। এবারের আইপিএলে রাহুলের পারফরম্যান্স এবং দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়কের নেতৃত্বে দলের অগ্রগতি নিয়ে সবাই উৎসুক।
ক্রিফোস্পোর্টস/১৪মার্চ২৫/এফএএস
