Connect with us
ফুটবল

রেকর্ডের জন্য মেসি, মেসির জন্য রেকর্ড

Lionel Messi All records
বিভিন্ন শিরোপার সাথে মেসি। ছবি- সংগৃহীত

লিওনেল মেসি আর রেকর্ড– এ যেন একে অপরের পরিপূরক। মেসি ছাড়া ‘রেকর্ড’ কিংবা রেকর্ড ছাড়া ‘মেসি’– উভয় যেন পানসে গল্প। একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। দিনের পর দিন ফুটবলের মারফতে মেসি ঠিক কতবার যে রেকর্ডের খাতায় নিজের নাম তুলেছেন, তা মোটেও নির্দিষ্ট নয়।

ক্যারিয়ারজুড়ে ফুটবলে অজস্র রেকর্ডের মালিকানা নিজের দখলে রেখেছেন মেসি। সর্বশেষ জিতেছেন ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে অষ্টম ব্যালন ডি’ওর৷ ২০২২ সালে তাঁরই নেতৃত্বে আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপ খরার অবসান হয়। দেড় দশকজুড়ে ফুটবলীয় অঙ্গণে তিনি যা করেছেন এতে হয়তো ক্যারিয়ার শেষে বিরল প্রজাতির সব রেকর্ড দেখে তিনি নিজেই চমকে ওঠবেন।

রেকর্ডের জগতে মেসির যত কারসাজি-

ইউরোপিয়ান শীর্ষ লীগের গোলের চূড়ায়

ইউরোপ ছেড়ে আমেরিকায় পাড়ি জমানোর আগে রেকর্ডবুকে মেসি লিখে গেছেন বিরল এক কীর্তি৷ ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোলের মুকুট ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর মাথায়। তবে ইউরোপ ছাড়ার আগে ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে সর্বোচ্চ গোলের মুকুট এখন মেসির দখলে৷ ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মেসির গোল এখন ৭০৪টি। এই গোল করতে তাঁকে খেলতে হয়েছে দুটি লিগের ভিন্ন দুটি ক্লাবে খেলে। বার্সেলোনার জার্সিতে ৬৭২টি, পিএসজির জার্সিতে করেন ৩২টি গোল।

অন্যদিকে রোনালদো ৬৯৬ গোল করেছেন ইউরোপের তিনটি ভিন্ন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে। তাই ক্লাব ফুটবলের চূড়ায় এখন রাজত্ব চলছে লিওনেল মেসির৷

আট ব্যালন ডি’অরের গল্প

বার্সেলোনায় অভিষেক হওয়ার মাত্র ৩ বছরের মাথায় ২০০৭ সালে প্রথম বারের মতো ক্রিশ্চিয়ানো রোনালদো ও রিকার্ডো কাকার সঙ্গে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত লিস্টে জায়গা করে নেন মেসি। যদিও সেবার ব্যালন ডি’অর জিততে পারেননি তিনি।

কিন্তু মাত্র ২ বছর না যেতেই ২০০৯ সালে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতার গৌরব অর্জন করেন। পরের বার তাকে রোনালদো পেছনে ফেললেও ২০১১, ২০১২ ও ২০১৩ সালে টানা তিনবার এই পুরস্কার নিজের করে নেন মেসি। ২০১৬ সালে জেতেন নিজের পঞ্চম ব্যালন ডি’অর। এরপর ২০২১ ও ২০২৩ সালের ব্যালন ডি’অর জিতে গ্রহের সবচেয়ে বিরল রেকর্ডের আসনে নিজের নাম বসান তিনি৷

নীল-সাদা জার্সিতে মেসি

বার্সেলোনায় এক বছর খেলার পর লিওনেল মেসি জাতীয় দলে ডাক পান ২০০৫ সালে। মাত্র এক বছরের মধ্যেই জাতীয় দলের হয়ে রেকর্ডবুকে নাম তুলতে শুরু করেন তিনি৷ ২০০৬ নিজের প্রথম ফিফা বিশ্বকাপে গোল করার মধ্য দিয়ে তিনি সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসেবে বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করেন।

লিওনেল মেসি ১৮ বছর বয়সে সার্বিয়া এবং মন্টিনিগ্রোর বিপক্ষে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন। 

আর্জেন্টিনার জার্সিতে মেসি এখন পর্যন্ত খেলেছেন ১৭৬টি ম্যাচ। গোল করেছেন মোট ১০৪টি। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও রয়েছে তার নামের পাশে। ২০২১ সালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার হয়ে প্রথম শিরোপা জেতেন মেসি। সেই শুরু, এরপর ওয়েম্বলিতে ইতালির বিপক্ষে জিতেন ফিনালিসিমা ট্রফি। পরের বছরই কাতার বিশ্বকাপে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে নিজের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ফিফা বিশ্বকাপের শিরোপা ঘরে তোলেন। এর মাধ্যমে ফুটবল ইতিহাসে সম্ভাব্য সবকটি শিরোপা নিজের করে নিয়েছেন লিওনেল মেসি৷

মেসির গোল্ডেন বল

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ দুই বার গোল্ডেন বল জেতা একামাত্র খেলোয়াড় মেসি। ২০১৪ সালে ব্রাজিল ও ২০২২ সালে কাতার বিশ্বকাপে বিশ্বকাপে গোল্ডেন বল জিতে এ কীর্তি গড়েন তিনি।

ক্লাব ফুটবলে সর্বোচ্চ এসিস্টের মালিকানা

ক্লাব ফুটবলে দুনিয়ার একমাত্র ফুটবলার হিসেবে সর্বোচ্চ এসিস্টের মালিকানা রয়েছে মেসির দখলে৷ ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত তাঁর এসিস্টের সংখ্যা ৩১৩টি, অন্যদিকে তাঁর পরে থাকা রোনালদোর রয়েছে ২০৯টি এসিস্ট।

চ্যাম্পিয়ন্স লীগের প্রতিপক্ষের জাল

চ্যাম্পিয়ন্স লীগে একচ্ছত্র আধিপত্য রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো৷ ইউরোপের এ শ্রেষ্ঠত্বের আসরে সর্বোচ্চ গোলের মুকুটও তাঁর দখলে৷ তবে রোনালদোর চ্যাম্পিয়নস লিগে মেসিও কম নয়৷ এ টুর্নামেন্টে সবচেয়ে বেশি প্রতিপক্ষের বিপক্ষে গোল রয়েছে তাঁর৷ লিগে সর্বোচ্চ ৪০ দলের বিপক্ষে তাঁর ১২৯টি গোল রয়েছে। আর এটিই টুর্নামেন্টে সবচেয়ে বেশি প্রতিপক্ষের বিপক্ষে গোল করার রেকর্ড।

বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ জেতা মেসি

ক্যারিয়ারে ৫ বিশ্বকাপে এখন পর্যন্ত ১৭টি ম্যাচ জিতেছেন লিওনেল মেসি। এর ফলে রেকর্ডবুকে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ফুটবলার হিসেবে সাবেক জার্মান ফুটবলার মিরোস্লাভ ক্লোসার সঙ্গে নাম লিখিয়েছেন মেসি।

শিরোপার চূড়ায় মেসি

ইউরোপ ছাড়ার আগে শিরোপা জয়ের চূড়ায় দানি আলভেজ ও লিওনেল মেসি ছিলেন সমানে সমান৷ তবে যুক্তরাষ্ট্রের লিগস কাপের ফাইনালে ন্যাশভিল এসসিকে হারিয়ে মায়ামি চ্যাম্পিয়ন হওয়ার পর মেসির রেকর্ডবুকে যোগ হয় আরেকটি কীর্তি৷

ক্যারিয়ারজুড়ে বার্সেলোনায় অনেকগুলো শিরোপার ভাগিদার হয়েছেন মেসি।

এতোদিন ৪৩টি ট্রফি নিয়ে দানি আলভেজের সাথে যোগসূত্র থাকলেও এবার মায়ামির হয়ে লিগস কাপ জিতে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৪৪টি শিরোপা জিতেন মেসি৷

আরও পড়ুন: মেসি নাকি রোনালদো: কে সেরা? 

ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৪/টিএইচ/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল