Connect with us
ক্রিকেট

২৫২ বছরের ক্রিকেটে প্রথমবার ঘটলো যে রেকর্ড 

Test Cricket
সাদা পোশাকের টেস্ট ক্রিকেট। ছবি- সংগৃহীত

রেকর্ড গড়া-ভাঙা মিলেই ক্রিকেট৷ বৃত্তাকার মাঠে প্রতিনিয়ত একজন আরেক জনকে ছাড়িয়ে-ছাপিয়ে নিজের নাম তুলেন রেকর্ডবুকে৷ চলতি মৌসুমে রঞ্জি ট্রফিতে দেখা গেল এক ভিন্ন রেকর্ড৷ প্রথম শ্রেণীর ক্রিকেটের ২৫২ বছরের ইতিহাসে এর আগে এমন দৃশ্য আর কখনো দেখা যায়নি। ২৫২ বছরের ক্রিকেটে প্রথমবার ঘটলো যে রেকর্ড।

গত ২৬ জানুয়ারি অরুণাচল প্রদেশের বিপক্ষে রঞ্জি ট্রফির একটি ম্যাচে হায়দ্রাবাদ ব্যাটার তন্ময় আগারওয়াল এক অদ্ভুত কীর্তি গড়েন৷ ম্যাচের প্রথম দিনে হায়দ্রাবাদ মাত্র ৪৮ ওভারে ১ উইকেট হারিয়ে সংগ্রহ দাঁড় করায় পাহাড়সম ৫২৯ রান৷ ওপেনিংয়ে নামা তন্ময় আগারওয়াল করেন ১৪৭ বলে থ্রিপল সেঞ্চুরি। ২৫২ বছরের প্রথম শ্রেণীর ক্রিকেটে এমন দৃশ্য এর আগে কখনো দেখা যায়নি৷

ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের মতে, ‘সর্বপ্রথম প্রথম শ্রেণীর ম্যাচ অনুষ্ঠিত হয় ১৭৭২ সালে৷ সে হিসেবে এই ইনিংসটি ২৫২ বছরের ইতিহাসে প্রথমবার ঘটলো৷’

২৫২ বছরের ক্রিকেটে প্রথমবার ঘটলো যে রেকর্ড 

আটাশ বছর বয়সী তন্ময় আগারওয়াল রেকর্ডের খাতায় শুধু থ্রিপল সেঞ্চুরিই যোগ করেননি, একই সাথে রঞ্জি ট্রফির ইতিহাসে এক দিনে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ডও গড়েছেন তিনি৷ প্রথম শ্রেণীর ক্রিকেটে এর আগে সর্বোচ্চ ইনিংস ছিল দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার মার্কো মারাইসের। ২০১৭ সালে ইস্টার্ন প্রভিন্সের বিপক্ষে তিনি ১৯১ বলে ৩০০ রান করেন৷ তন্ময় আগারওয়ালের ইনিংস এবার ছাড়িয়ে গেলেও মার্কো মারাইসকেও৷ প্যাভিলিয়নে ফেরার আগে তাঁর ব্যাট থেকে আসে ১৮১ বলে ৩৬৬ রান৷ ৩৪টি চার ও ২৬টি ছক্কায় ইনিংসটি সাজান এই আটাশ বছর বয়সী ক্রিকেটার। 

তন্ময় আগারওয়ালের ইনিংস আরো এক ভিন্ন আঙ্গিকে রেকর্ডের খাতায় শোভা পেয়েছে৷ প্রথম শ্রেণীর ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরির কৃতিত্বও তাঁর দখলে৷ তিনি ১১৯ বলে ডাবল সেঞ্চুরির ঘরে পৌঁছান৷ এর আগে সবচেয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরির কৃতিত্ব ছিল রবি শাস্ত্রীর৷ বর্তমানে কমেন্ট্রি বক্স মাতানো সাবেক এই ক্রিকেটার করেছিলেন ১২৩ বলে ডাবল সেঞ্চুরি। এটিই প্রথম শ্রেণীর ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। 

আরও পড়ুন: যুব বিশ্বকাপ: টানা ৫বার ফাইনালে ওঠার রেকর্ড ভারতের

ক্রিফোস্পোর্টস/৭ফেব্রুয়ারি২৪/টিএইচ/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট