আইপিএলে গত ১৭ আসরের মধ্যে ১৬ বারই উদীয়মান প্লেয়ার নিবাচিত হয়েছে ভারত থেকে। শুধুমাত্র ২০১৬ সালে একজন বিদেশি ক্রিকেটার মৌসুমের উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন। তিনি হলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
২০১৫ সালে জাতীয় দলে স্বপ্নের মত অভিষেক হওয়ার পরবর্তী বছরই প্রথমবারের মত বিশ্বের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়ে যান ফিজ। সেবারই প্রথমবারের মত আইপিএলে শিরোপা উঁচিয়ে ধরে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন হায়দরাবাদ। এমনকি এটাই ফ্র্যাঞ্চাইজিটির জেতা একমাত্র আইপিএল শিরোপা।
সেই মৌসুমে ১৬ ম্যাচে ১৬ উইকেটের সঙ্গে আঁটসাঁট বোলিং করে দলের শিরোপা জয়ে অন্যতম মুখ্য ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজ। এমনকি সেই বছরই হায়দরাবাদ থেকেই মুস্তাফিজের বিখ্যাত ‘দ্য ফিজ’ নাম দেওয়া হয়।
এর স্বীকৃতি হিসেবেই আইপিএলের রেকর্ড ভেঙে ভারতের বাইরের অর্থাৎ কোন বিদেশী ক্রিকেটার হিসেবে প্রথম বারের মত সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জেতেন ফিজ। এমনকি সেটাই শেষ বার, কারণ এরপর আর কোন বিদেশী খেলোয়াড়ই এই পুরস্কার জিততে পারেননি। ১৭ জনের এই তালিকায় টাইগার পেসারই একমাত্র অভারতীয়।
সদ্য শেষ হওয়া গতকাল রাতে ফাইনাল শেষে সতেরো তম আসরের সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন হায়দরাবাদের ভারতীয় খেলোয়াড় নিতিশ রেড্ডি। আর আইপিএলের প্রথম আসরে ২০০৮ সালের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছিলেন শ্রীবৎস গোস্বামী। ২০০৯ সালে এই পুরস্কার জেতেন বর্তমান ভারত কাপ্তান রোহিত শর্মা।
এরপর ২০১০ সালে সৌরভ তিওয়ারি, ২০১১ সালে কলকাতায় খেলা ইকবাল আব্দুল্লাহ, ২০১২ তে মানদ্বীপ সিং ও ২০১৩সালে স্যাঞ্জু স্যামসনের হাতে এই পুরস্কার ওঠে।
২০১৪ তে স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও কলকাতার বর্তমান অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২০১৫ তে এই পুরস্কার পান। এর পরের আসরেই এখানে নাম তোলেন মুস্তাফিজ।
ফিজের পর ২০১৭ সালে বাসিল থাম্বি, ২০১৮ তে রিশভ পন্ত ও ২০১৯ সালে ভারতীয় ওপেনার শুবমান গিল সেরা উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতি পান। এরপরের চার বছর পর্যায়ক্রমে দেবদূত পাডিক্কেল, চেন্নাই কাপ্তান রুতুরাজ গাইকোয়াড়, উমরান মালিক ও ২০২৩ সালে এই জুরস্কার ওঠে যশস্বী জয়সওয়ালের হাতে।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগের সেরা গোলের পুরস্কার পেলেন আর্জেন্টিনার গারনাচো
ক্রিফোস্পোর্টস/২৭মে২৪/এমএস/বিটি