Connect with us
ক্রিকেট

যে রেকর্ডে উগান্ডাকে পিছনে ফেললো ভারত

India Cricket team
ভারত ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টুয়ান্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি জয়ের সংখ্যা এবং জয়ের হারের রেকর্ড ছিল উগান্ডার দখলে। তবে গতকাল (শুক্রবার) ডারবানে দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানে হারিয়ে এক বছরে সবচেয়ে বেশি জয়ের হারের দিক দিয়ে উগান্ডাকে পিছলে ফেললো ভারত।

গত বছর উগান্ডা ৩৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলে জিতেছিল ২৯টি। তাদের জয়ের হার ছিল ৮৭.৯ শতাংশ। জয়ের সংখ্যা আর জয়ের হার এই দুই দিক থেকেই সেটি ছিল সর্বোচ্চ জেতার রেকর্ড। চলতি বছরে ভারত এখন পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ২৩টি। যেখানে ২২টিতে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তাদের জয়ের হার ৯৫.৬ শতাংশ। এ দিক দিয়ে উগান্ডাকে ছাপিয়ে গেল ভারত।

গতকাল ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত এই বছরের ২৩তম ম্যাচে ২২তম জয় পেয়েছে। এই সিরিজে ম্যাচ বাকি ৩টি। যদি ভারত সব কটি ম্যাচ জেতে তাহলে জয়ের সংখ্যা দাঁড়াবে ২৫।তবে তাদের এখানেই থেমে থাকতে হবে। কেননা এই বছরের ভারতের আর কোনো টি-টোয়েন্টি সিরিজ নেই। আগামী বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজ রয়েছে তাদের। ফলে এক বছরের সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডটি উগান্ডার দখলেই থাকবে।

২০২২ সালে ভারত টি-টোয়েন্টি জিতেছিল ২৮টি। এক বছরে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড তখন তাদেরই ছিল। এক বছরে সর্বোচ্চ টি-টোয়েন্টি জেতার তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছে তানজানিয়া ও পাকিস্তান। ২০২২ সালে তানজানিয়া জিতেছিল ২১ ম্যাচে। ২০২০ সালে ২০টি টি-টোয়েন্টি জিতেছিল পাকিস্তান।

আরও পড়ুনঃ দীর্ঘ ১৬ মাস পর ২২ গজে ফিরছেন এবাদত

ক্রিফোস্পোর্টস/৯ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট