টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার মিশন এখন বাংলাদেশের সামনে। আগামীকাল শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
শুক্রবার দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। টি স্পোর্টস চ্যানেল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
এদিকে ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। বৃষ্টি আইনে প্রথম ম্যাচ ২২ রানে ও দ্বিতীয় ম্যাচ ৭৭ রানে জয় পায় টাইগাররা। দুটি ম্যাচই বৃষ্টির কবলে পড়ে।
অপরদিকে পারফরমেন্সের এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে টানা দুই সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার অনন্য এক নজির গড়বে বাংলাদেশ। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।
এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিতে জয় বাংলাদেশের জন্য এই ফরম্যাটে ছিল টানা ৫ম জয়। এই ফরম্যাটে টানা ম্যাচ জয়ে এটিএ বাংলাদেশের জন্য সর্বোচ্চ জয়ের রেকর্ড। এবার টানা জয়ের সংখ্যাটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ বাংলাদেশের।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশে খেলতে পারে পাকিস্তান…
ক্রিফোস্পোর্টস/৩০মার্চ২৩/এসএ