Connect with us
ফুটবল

ইংলিশ ফুটবলে হামজা চৌধুরীর উত্থান যেভাবে

Hamza Choudhury LCFC
হামজা চৌধুরী। ছবি- সংগৃহীত

বিশ্ব ফুটবলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলা এই মিডফিল্ডার বাংলাদেশের ফুটবল ভক্তদের কাছে এক স্বপ্নের নাম৷

বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে খেলবেন হামজা দেওয়ান চৌধুরী–এমন স্বপ্ন দেশের প্রত্যেক ফুটবল ভক্তদের। সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে আগামী নভেম্বরেই। বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে তাকে৷ সেক্ষেত্রে হামজা হবেন দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকা৷

বর্তমানে লেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার কারণে ফাঁকা সময় নেই হামজার সামনে৷ ফলে আগামী সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে থাকতে পারবেন না হামজা৷ তবে নভেম্বর থেকেই বাংলাদেশের জার্সিতে তাকে দেখা যেতে পারে বলে আশাবাদী বাফুফে৷

আরও পড়ুন:

» বিশ্ব ক্রীড়াঙ্গনে যেভাবে সম্মানিত ড. মুহাম্মদ ইউনূস

» এনগোলা কান্তে : আবর্জনার পর্বত থেকে স্বপ্ন ছোঁয়ার গল্প 

বিশ্ব ফুটবলে হামজা চোধুরী হয়ত বড় কোনো তারকা নয়, তবে বাংলাদেশের জন্য তিনি শুধু তারকা নয়, রীতিমতো মহা তারকা৷ কেননা তার সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের নাম৷

হামজা চৌধুরীর বাবা ক্যারিবিয়ান অঞ্চলের দেশ গ্রানাডার হলেও তার মা হলেন বাংলাদেশের হবিগঞ্জ জেলার মানুষ। ফলে তিনি এখন বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবেই বিশ্বব্যাপী সুপরিচিত৷

মাত্র সাত বছর বয়সেই ইংলিশ ক্লাব লেস্টার সিটির একাডেমিতে যোগ দেন হামজা। একাডেমিতে খেলার সময় ১৬ বছর বয়সেই ঝাঁকড়া চুলের হামজা নজর কাড়েন ফুটবল বোদ্ধাদের। মাঝ মাঠে দুর্দান্ত দক্ষতা ও গেম সেন্স তাকে দ্রুতই মূল দলে জায়গা করে দেয়৷

আরও পড়ুন:

» সুব্যক্তিত্ব ফুটিয়ে তুললেন দ্রাবিড়, বোনাসের অতিরিক্ত অর্থ নিতে নারাজ

» অলিম্পিক রিংয়ে থাকা কোন রং কি নির্দেশ করে? 

২০১৫ সালে লেস্টার সিটির মূল দলে জায়গা হয় হামজার। যদিও পরের বছরেই অর্থাৎ ২০১৬ সালে ধারে খেলতে চলে যান বার্টন অ্যালবিয়নে। সেখানে দলকে লিগ ওয়ানে উন্নীত করায় রেখেছেন বড় অবদান।

তবে হামজা চোধুরীর ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন ২০১৮ সালে প্রথম বারের মতো লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ খেলা৷ যদিও নিজের অভিষেক ম্যাচেই বার্নলির কাছে ২-১ গোলে হারতে হয়েছে তাকে৷ তাই অভিষেকটা রাঙিয়ে রাখতে পারেননি তিনি৷ তবে ওই আসরে দলের হয়ে আট ম্যাচ খেলেছেন হামজা৷ সেই থেকে লেস্টার সিটির নিয়মিত ফুটবলার হয়ে উঠেন হামজা৷ দলটির হয়ে এখন পর্যন্ত ১২৫ ম্যাচে মাঠে নেমেছেন তিনি৷

বর্তমানে হামজাকে বাংলাদেশের জার্সিতে দেখতে উন্মুখ এদেশের ফুটবলপ্রেমীরা৷ সবকিছু ঠিক থাকলে নভেম্বরে বাংলাদেশে ফিরলে আগামী বছরই এএফসি এশিয়ান কাপের বাছাই খেলবে ক্যাবেরার শিষ্যরা৷ সেই ম্যাচগুলোতে হামজা চৌধুরীর উপস্থিতি বাড়িয়ে দিবে দলের শক্তি। একই সঙ্গে তিনি হয়ে উঠবেন দলের জন্য বড় অনুপ্রেরণার নাম।

ক্রিফোস্পোর্টস/২১আগস্ট২৪/টিএইচ/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল