ঢাকা টেস্টের প্রথম দিন মিরপুরে শেষ বিকেলে আলোক স্বল্পতার জন্য নির্ধারিত ওভারের আগেই খেলা শেষ করতে হয়েছিল। তাই আজ সকাল সকালই দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়ানোর পরিকল্পনা ছিল। কিন্তু সে পরিকল্পনায় বাঁধ সাধে ঢাকার বৃষ্টি। গতকাল রাত থেকে শুরু হওয়া গুড়ি গুড়ি বৃষ্টি আজ (বৃহস্পতিবার) বিকাল পর্যন্তও চলমান আছে। একটি বলও মাঠে গড়ানোর ছিটেফোঁটা সম্ভাবনা না থাকায় দ্বিতীয় দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করেছে আম্পায়াররা।
আজ সারাদিন বৃষ্টির ফলে মিরপুরের উইকেটের কভার একবারের জন্যও সরানো সম্ভব হয়নি। আজ সকাল থেকেই বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। তবে সারা দিন ধরেই পড়া গুড়ি গুড়ি বৃষ্টির দরুণ খেলা চালানোর মত পরিস্থিতি ছিল না। ফলে কয়েক ঘণ্টা অপেক্ষার পর দুপুর দুইটার দিকে দ্বিতীয় দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল দুপুরের দিকে ঢাকায় বৃষ্টি হওয়ার ভালো সম্ভাবনা আছে। ঘূর্ণিঝর মিগজাউমের ফলেই এমন বৃষ্টি হচ্ছে বলে জানায় তারা। আজ রাজধানী ঢাকাসহ দেশের মোট ১৭ টি অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের জোড় সম্ভাবনা আছে। এই বৃষ্টি যদি আগামীকালও ঢাকায় প্রবাহমান থাকে তাহলে কালকের খেলাও মাঠে গড়ানো নিয়ে শঙ্কায় পড়তে হবে।
এর আগে সিলেটে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্ট জয়ের পর গতকাল থেকে ঢাকায় শুরু হয় বাংলাদেশ- নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ। ঘূর্ণিঝড় মিগজিউমের প্রভাবে গতকাল সকাল থেকেই আকাশে মেঘ থাকলেও সারা দিনের খেলায় বৃষ্টির বাঁধার মুখে পড়তে হয়নি। গতকাল প্রথম দিনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১৭২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকেরা। জবাবে শেষ বিকেলে ব্যাট করতে এসে মিরাজ-তাইজুলের স্পিন ঘূর্ণিতে মাত্র ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করে সফরকারীরা।
আরও পড়ুন: আড়ালে নয়, এবার সাকিবকে ছাড়িয়ে গেলেন তাইজুল
ক্রিফোস্পোর্টস/০৭ডিসেম্বর২৩/এমএস/এমটি