Connect with us
ফুটবল

শুরু হলো নাটক ও রোমাঞ্চে ভরা ইউরোর দ্বিতীয় রাউন্ড

CRIFO EURO
ইউরোর দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ইতালি-সুইজারল্যান্ড

২৪ দলের আসর থেকে বিদায় নিয়েছে ৮টি দল। এবার লড়াই ১৬টি দলের। উত্থান, পতন ও নাটকীয়তায় ভরা ইউরো ফুটবলে আজ শুরু নকআউট পর্বের লড়াই। প্রথম দিনের দুই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির সঙ্গে স্বাগতিক জার্মানি মাঠে নামছে।

বার্লিনের মাঠে রাত ১০টায় মুখোমুখি হয়েছে ইতালি ও সুইজারল্যান্ড। আর ডর্টমুন্ডের মাঠে রাত একটায় জার্মানি মোকাবেলা করবে ডেনমার্ককে।

ইতালির জন্য গ্রুপ পর্বের অভিজ্ঞতা ছিলো অম্লমধুর। প্রথম ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে ২৩ সেকেন্ডে গোল খেয়ে ইউরো অভিযান শুরু করা আজ্জুরিরা অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছিলো। তবে পরের ম্যাচে স্পেনের কাছে ১-০’তে হেরে চাপে পড়ে তারা। শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়ে ‘বি’ গ্রুপে স্পেনের পেছনে থেকেই শেষ ষোলোর টিকেট নেয় লুসিয়ানো স্পালেত্তির দল।

শেষ আটে যাওয়ার পথে সুইজারল্যান্ডের বাধা পেরুতে হবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ‘এ’ গ্রুপে সুইসরাও জার্মানির পেছনে থেকে টিকেট কাটে নকআউট পর্বের। তিন খেলার একটি জিতে অন্য দুটি ড্র করে সুইজারল্যান্ড।

গ্রুপে জার্মানরা তিন ম্যাচের দুটি জিতে অন্যটি ড্র করে সুইসদের সঙ্গে। চলতি আসরে তিন ম্যাচে ৮ গোল করে দারুণ ফুটবল খেলছে তিনবারের ইউরো ও চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ডেনমার্ককে হারাতে হবে স্বাগতিকদের।

‘সি’ গ্রুপে তিন ড্র’তে ইংল্যান্ডের পেছনে থেকে সরাসরি নকআউট পর্বের টিকেট পায় ডেনিশরা।

আরও পড়ুন: শান্তর অধিনায়কত্ব থাকছে কিনা জানালেন জালাল ইউনুস

ক্রিফোস্পোর্টস/২৯জুন২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল