বিশ্বকাপের প্রথম চার ম্যাচে সুযোগ না পাওয়া মোহাম্মদ শামি দলে ফিরতেই দেখিয়ে চলেছেন একের পর এক চমক। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত বোলিং করেছেন তিনি। এদিন ৯.৫ ওভার বল করে ৫৭ রান খরচায় তুলে নেন ৭টি উইকেট। এই নিয়ে চলতি আসরে খেলা মাত্র ছয় ম্যাচে তিনবার পাঁচ কিংবা তার অধিক উইকেটের দেখা পেলেন শামি।
চলতি বিশ্বকাপে রাউন্ড রবিন লিগ পর্বের ম্যাচেও নিউজিল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন এই ভারতীয় বোলার। ইংল্যান্ডের বিপক্ষেও পাঁচ উইকেট পেতে পারতেন পুরো ১০ ওভার বল করার সুযোগ পেলে। তবে মাত্র ছয় ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়ে চলতি আসরের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকার শীর্ষে এখন অবস্থান করছেন শামি।
বিশ্বকাপের এই আসরে এখন পর্যন্ত সেরা বোলিং এটাই। শুধু তাই না, নিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগারও এখন এটি শামির। এমনকি ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক ওয়ানডে ইতিহাসে সেরা বোলিংও আজ করলেন মোহাম্মদ শামি।
এমন দুর্দান্ত পারফরমেন্সের রহস্য জানতে চাইলে শামি বলেন রহস্য-টহস্য কিছু নেই। ভালো করার তাগিদ থেকে এসেছে সাফল্য। তিনি বলেন, ‘অনেকে মনে করে ওয়ানডেতে ইয়র্কার, স্লোয়ার ও বাউন্সারের মত বৈচিত্র না থাকলে ভালো করা যায় না। কিন্তু আমি মনে করি সঠিক জায়গায় বল করতে পারলে সাফল্য পাওয়া খুব সম্ভব।’
তিনি আরো বলেন, ‘আগের দুই বিশ্বকাপের সেমিফাইনালে গিয়ে হেরে ছিলাম আমরা। আবার কবে সুযোগ পাব বলা যায় না। তাই আমরা জয়ের জন্য সবকিছু করতে চাই। কোন সুযোগ যেন হাতছাড়া না হয়। এখন আর একটা মাত্র পদক্ষেপ (ফাইনাল) বাকি। সেদিকেই নজর থাকবে যেন ভালো কিছু করতে পারি।’
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন কিছু করে দেখানোর ম্যাচ আজ
ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৩/এসএফ/এজে