‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের এবারের আসর শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। এই বিশ্ব মহাযোগ্য বরণ করে নিতে প্রতিবারই বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করে থাকে আয়োজক দেশ। সেই ধারাবাহিকতায় এবার প্যারিসে আয়োজন হতে যাওয়া এই বিশ্ব ইভেন্ট শুরুর আগে জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে ফ্রান্স। আর যা আয়োজিত হবে দেশটির বিখ্যাত সিন নদীকে কেন্দ্র করেই।
প্যারিস অলিম্পিকের জাকজমকপূর্ণ উদ্বোধনী এই অনুষ্ঠানটি আয়োজিত হবে আজ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা এবং বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। এই অনুষ্ঠানটি সামনে রেখে সিন নদীর দুই পারে দারুন সাজসজ্জার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা মহড়াও চলছে জোরেসোরে। আজ শুক্রবার নিজেদের এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস।
এবারের অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে ব্যতিক্রমী কিছু আয়োজন। যেমন অলিম্পিকে অংশ নেয়া ১০ হাজার ৭১৪ জন অ্যাপ্লিকেশন দেখা যাবে নৌকায় চড়ে ৬ কিলোমিটার সিন নদীর পাড়ি দিতে। এর মধ্য দিয়ে প্যারিস অলিম্পিকে অংশ নিতে যাওয়া ২০৬ দেশের পরিচিতি পর্ব সম্পন্ন হবে। যেখানে সবার প্রথমে পরিচয় করিয়ে দেওয়া হবে অলিম্পিকের জন্মভূমি গ্রিস ও সবশেষে আয়োজক দেশ ফ্রান্সকে।
এরপর থাকবে নাচ-গানের বিশেষ আয়োজন। তাছাড়া সিন নদীর পাড়ে থাকবে আতশবাজির চোখ ধাঁধানো ব্যবস্থা। এএফপির তথ্য অনুযায়ী, নাচ-গানের অনুষ্ঠানটি পরিচালিত হবে মোট ১২টি ভাগে। যেখানে মোট ৩ হাজার নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও বিনোদনকর্মী অংশ নেবেন বিশেষ এই আয়োজন সফল করতে। পুরো অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা করছেন প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জলি।
স্থানীয় আলোচিত ও বিতর্কিত সংগীত তারকা আয়া নাকামুরার সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে আরও থাকবেন টাইটানিক সিনেমার জনপ্রিয় গান ‘মাই হার্ট উইল গো অন’ এর শিল্পী সেলিন ডিওন। এই অনুষ্ঠানে ফ্রান্সের সাংস্কৃতিক, ভাষিক, ধর্মীয় ও লৈঙ্গিক বৈচিত্র্যকে তুলে ধরা হবে। বহুল কাঙ্খিত এই অনুষ্ঠানটি প্রায় ৫ লাখের বেশি দর্শক উপভোগ করতে পারবেন বিশেষভাবে তৈরি করা স্ট্যান্ডে বসে। যা চলবে প্রায় চার ঘন্টা সময় যাবত।
আরও পড়ুন: ভারত বাধা টপকে আজ ফাইনাল নিশ্চিত করতে পারবে বাংলাদেশ?
ক্রিফোস্পোর্টস/২৬জুলাই২৪/এফএএস