Connect with us
ক্রিকেট

মিরপুর টেস্টে সাকিবকে দলে রাখার কারণ জানালেন নির্বাচক

Shakib_Hannan
সাকিবকে দলে রাখার ব্যাখ্যা দিয়েছেন নির্বাচক হান্নান সরকার। ছবি- সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সিরিজে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মিরপুর টেস্ট। কারণ এই টেস্ট দিয়ে বাংলাদেশের সাদা পোশাককে বিদায় জানাবেন দেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। শুরুতে তার দেশে ফেরা নিয়ে শঙ্কা থাকলেও সরকারের তরফ থেকে সবুজ সংকেত মেলায় দেশে ফিরছেন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে মিরপুর টেস্টের দলেও রাখা হয়েছে এই তারকাকে।

আজ বুধবার (১৬ অক্টোবর) প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে আছেন সাকিবও। মূলত সাকিবের ইচ্ছা পূরণ এবং তার শেষ টেস্ট স্মরণীয় করে রাখতেই তাকে দলে নিয়েছেন নির্বাচকরা।

সাকিবকে দলে নেওয়ার প্রসঙ্গে বিসিবির এক ভিডিও বার্তায় নির্বাচক হান্নান সরকার বলেন, ‘সাকিব মিরপুর টেস্টে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছে পোষণ করেছিল। তাকে নিয়ে একটা সরকারি ইস্যু ছিল, ক্রিকেট বোর্ডেরও ইস্যু ছিল। আমরা দল গঠনের আগে সব জায়গা থেকে ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করি। আর বোর্ড থেকে যখন কোনো খেলোয়াড়ের ব্যাপারে ক্লিয়ারেন্স দেওয়া হয় যে সে খেলতে পারবে, তখনই আমরা তাকে নিয়ে দল গঠন করি। বোর্ড থেকে আমরা যখন সাকিবকে নিয়ে সবুজ সংকেত পেলাম, তখন আমরা তাকে সিলেক্ট করেছি।’

আরও পড়ুন:

» এবার আরও একটি নতুন লিগে দল পেলেন সাকিব 

» নারী বিশ্বকাপ : একনজরে সেমিফাইনালের সময়সূচি

সাকিবের ইচ্ছে পূরণ করতে পেরে খুশি হান্নান এবং তিনি চান তার শেষ ম্যাচটা যেন স্মরণীয় হয়ে থাকে, ‘এটা একটা আনন্দের বিষয় যে সাকিবের মতো একজন কিংবদন্তি ক্রিকেটার মিরপুর হোম অব ক্রিকেট থেকে বিদায় নিতে পারছে। তার জন্য এটা খেলোয়াড় হিসেবে যেমন পাওয়া, তেমনি বাংলাদেশের মানুষ হিসেবেও আমাদের সবার জন্য পাওয়া। আশা করছি এই ম্যাচটা আমাদের একটা স্মরণীয় ম্যাচ হয়ে থাকবে।’

এ ছাড়া সাকিবকে শুভকামনা জানিয়ে এই নির্বাচক বলেন বলেন, ‘সাকিবের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। আমার মনে হয় সাকিবের মতো একজন বড় মাপের ক্রিকেটার মাঠ থেকে অবসর নিতে যাচ্ছে এটা দেশের ক্রিকেটের জন্য একটা বড় প্রাপ্তি।’

আগামীকাল (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা হয়েছে সাকিবের। ঢাকায় ফিরেই দলের সঙ্গে যোগ দেবেন এই তারকা। এরপর ২১ অক্টোবর থেকে মিরপুরে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট দিয়েই বাংলাদেশের টেস্ট দলকে বিদায় জানাবেন এই তারকা।

ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট