Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে পেসারদের কল্যাণে ভালো কিছুর আশায় অধিনায়ক শান্ত

Mustafizur Rahman, Taskin Ahmed and Shoriful Islam
মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। - সংগৃহীত

বিশ্বকাপ মিশন শুরু করার আগে বাংলাদেশ দলের প্রস্তুতিটা মোটেই সুখকর হলো না। বিশ্বকাপে প্রথম বারের মত সুযোগ পাওয়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারার পর গতকাল ভারতের বিপক্ষে খেলা প্রস্তুতি ম্যাচেও ৬০ রানের বড় ব্যবধানের হার সঙ্গী হয়েছে টাইগারদের। তার উপর টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা যেন দলের নিত্যসঙ্গীতে পরিণত হয়েছে। এত কিছুর পরও পেস আক্রমণে মুস্তাফিজ-তাসকিন থাকায়, টুর্নামেন্টে ভালো কিছুর আশায় স্বপ্ন বুনছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

গতকালই আরেকটি ব্যাটিং ব্যর্থতার দিনে টিম ইন্ডিয়ার বিপক্ষে বড় হার বরণ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ম্যাচে শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনের অসাধারণ বোলিং নিয়ে স্বস্তির ঢেঁকুর তুলেন শান্ত, ‘শরিফুল ও রিশাদ ওদপর দুই ওভার যেভাবে বল করেছে তাতে আমি সত্যিই অনেক খুশি। কিন্তু আমরা ব্যাট হাতে ব্যর্থ ছিলাম। আশা করি, বিশ্বকাপে এই সমস্যা কাটিয়ে উঠতে পারবো।’

প্রস্তুতি যেমনই হোক, বিশ্বকাপে ভালো খেলার ব্যাপারে আশাবাদী টাইগার অধিনায়ক, ‘আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে অবগত তাই অতীত নিয়ে ভাবছি না। আমাদের পরিকল্পনা অনুযায়ী সাহসী ক্রিকেট খেলতে হবে।’

আরো পড়ুন : 

বিশ্বকাপ শুরুর আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

এমবাপ্পের নতুন ঠিকানা রিয়াল মাদ্রিদ, চুক্তি সম্পন্ন!

গতকাল ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিশ্রামে ছিলেন দলের পেস আক্রমণের দুই কাণ্ডারী মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। বিশ্বকাপে এ দু’জনকে নিয়ে আশাবাদ ব্যক্ত করে শান্ত বলেন, ‘ওরা দু’জন দলের খুব গুরুত্বপূর্ণ সদস্য। ওরা দলে ফিরলে তখন ভিন্ন কিছুই দেখতে পারবো।’

তাসকিন-মুস্তাফিজের বোলিং বিভাগ নিয়ে আশায় বুক বাঁধা শান্তর জন্য কিছুটা অস্বস্তিও কাজ করছে। কারণ গতকালই ভারতের বিপক্ষে ম্যাচে নিজের কোটার শেষ বল করতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। এতে তার হাতে ছয়টি সেলাইও দিতে হয়েছে। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনি খেলতে পারবেন কি না সেটা নিশ্চিত নয়।

আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ আসর শুরু করবে বাংলাদেশ। এবার দেখার বিষয়, প্রস্তুতির বাজে সময় অতিক্রম করে বিশ্বকাপের মূল আসরে টাইগাররা জ্বলে উঠতে পারে কি না।

ক্রিফোস্পোর্টস/০২মে২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট