আর্জেন্টিনার দীর্ঘ দিনের অপেক্ষার অবসান হয়েছে কাতার বিশ্বকাপে। ৩৬ বছর পর ট্রফি ঘরে তুলেছে মেসিরা। আলবিসেলেস্তেদের এমন সাফল্যে সামনে থেকে নেতৃত্ব দেন ফুটবলের রাজা লিওনেল মেসি। বিশ্বকাপ জেতার পর শিরোপা উঁচিয়ে তোলার আগে মেসিকে ঐতিহ্যবাহী ‘বিশত’ পরিয়ে দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
এখন মেসির সেই বিশত কিনতে ১০ কোটি টাকার আকাশ ছোঁয়া মূল্য প্রস্তাব দিয়েছেন ওমানের একজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা।
তার নাম আহমেদ আল-বারওয়ানি। তিনি ওমানের শুরা কাউন্সিলের একজন কর্মকর্তা। নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি জানান, আমার বন্ধু মেসি, ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ জেতায় আমি ওমান সালতানাত থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি।
তিনি লেখেন, আপনাকে আরব বিশত পরিয়ে কাতারের আমির তামিম আমাকে মুগ্ধ করেছেন। এই বিশত মূলত উদারতা ও প্রজ্ঞার প্রতীক। আমি ওই বিশতের বিনিময়ে আপনাকে ১০ লাখ ডলার (১০ কোটি ৫৭ লাখ ৮০ হাজার টাকা) প্রস্তাব করছি।
প্রসঙ্গত, টান টান উত্তেজনায় ভরা ফুটবল বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেসিকে বিশত পরিয়ে দেন কাতারের আমির শেখ তামিম।
আরও পড়ুন: প্লেয়ার্স বায়োগ্রাফি: লিওনেল মেসি
ক্রিফোস্পোর্টস/২২ডিসেম্বর২২/এসএ