Connect with us
ক্রিকেট

দ্বিতীয় টেস্টের উদ্দেশ্যে চট্রগ্রামে পৌঁছেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

চট্টগ্রামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল। ছবি : সংগৃহীত

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট শেষ হয়েছে চতুর্থ দিনে। গত বৃহস্পতিবার শেষ হওয়া টেস্টে দক্ষিণ আফ্রিকা ১০৬ রানের টার্গেটে ব্যাট করে ম্যাচটি জিতে নিয়েছে ৭ উইকেট হাতে রেখে। এতে করে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেছে প্রোটিয়ারা। ফলে হোয়াইটওয়াশ এড়াতে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে হবে টাইগারদের।

দীর্ঘদিন পর দক্ষিণ এশিয়ার মাটিতে সিরিজ জয়ের সম্ভাবনা হাতছানি দিচ্ছে দক্ষিণ আফ্রিকার সামনে। ফলে সেই লক্ষ্যে দ্বিতীয় টেস্ট খেলতে আজ (শনিবার) দুপুরে চট্টগ্রামের মাটিতে পা রেখেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এসময় তাঁদের সঙ্গে একই ফ্লাইটে গিয়েছে বাংলাদেশ দলও।

এর আগে প্রথম টেস্টের স্কোয়াডে এক পরিবর্তন এনে গত বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে বিসিবি। প্রথম টেস্টের স্কোয়াড থেকে তাসকিনকে বিশ্রাম দিয়ে দলে টানা হয়েছে খালেদ আহমেদকে।

প্রথম টেস্টে বোলার কমিয়ে ব্যাটারের সংখ্যা বেশি নিয়ে মাঠে নেমেছিলো টাইগাররা। কিন্তু তারপরও ব্যাটিং ব্যর্থতার কারণে হার বরণ করতে হয় বাংলাদেশকে। এদিকে প্রথম ম্যাচে একজন পেসার এবং তিনজন স্পিনার নিয়ে মাঠে নামে বাংলাদেশ। বোলাররা তাঁদের কাজটা ঠিকমতোই করলেও ব্যাটাররা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ।

এদিকে এশিয়ার মাটিতে ১০ বছর পর জয়ের দেখা পেল দক্ষিণ আফ্রিকা। মিরপুরে টেস্ট জয়ের মাধ্যমে জয় খরা ঘুচিয়েছে তাঁরা। সবশেষে শ্রীলঙ্কার গলে ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল প্রোটিয়ারা। তারপরে এশিয়ার মাটিতে ১৪ টেস্ট খেলে আর কোনো ম্যাচ জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। এই ১৪ টেস্টের ৯ টি তে হেরেছে এবং ৫ টি তে ড্র করেছে। চট্রগ্রাম টেস্ট জয়ের মাধ্যমে এবার সিরিজ সম্ভাবনা হাতছানি দিচ্ছে দক্ষিণ আফ্রিকার সামনে।

বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দল :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, লিটন কুমার দাস, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদ।

আরো পড়ুন : বাফুফের সভাপতি নির্বাচিত হলেন তাবিথ আউয়াল

ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট