দীর্ঘদিন যাবত বাংলাদেশ জাতীয় দলের বাইরে রয়েছে তামিম ইকবাল। ভক্তরা অপেক্ষায় আছে তাকে আবার মাঠে দেখার। জানা গেছে বিসিবির বিবেচনায় এখনও আছেন তিনি। ফিরতে পারেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে। তার আগে তামিমকে দেখা যাচ্ছে হোম অব ক্রিকেটের সেন্ট্রাল উইকেটে প্র্যাকটিস করতে।
তামিমের এমন অনুশীলন বলে দিচ্ছে খুব শীঘ্রই ফিরতে যাচ্ছেন তিনি। আর তাকে ফেরার সুযোগ দিতে বিশেষ সুবিধা দিচ্ছে ক্রিকেট বোর্ড। কেননা গঠনতন্ত্র বলছে, হোম অব ক্রিকেটের সুবিধা কেবল পাবেন কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা। বিশেষ বিবেচনায় সেখানে অনুশীলনের সুযোগ পেতে পারে এইচপি বা ‘এ’ দল।
এছাড়া ব্যক্তিগত অনুশীলনের প্রয়োজন হলে, নিজ খরচে বিকল্প কোথাও সুযোগ খুঁজে নেয়ার পরামর্শও দিয়ে থাকে বোর্ড। তবে প্রশ্ন উঠেছে, তামিম ইকবালের সেন্ট্রাল উইকেট ব্যবহারের যৌক্তিকতা নিয়ে। কেননা এক বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে রয়েছেন তামিম। রাখা হয়নি বর্তমানের কেন্দ্রীয় চুক্তিতেও।
তাই কোন বিবেচনায় তামিমকে হোম অফ গ্রাউন্ডের সেন্ট্রাল অনুশীলনের সুযোগ দেয়া হচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। কেননা মিরপুর শের-ই-বাংলা দেশের ক্রিকেটে অন্যতম ব্যস্ত ক্রিকেট ভেন্যু। একটা মাঠের সেন্ট্রাল উইকেটকে যে পরিমাণ বিশ্রাম দেয়া উচিত তা আন্তর্জাতিক বা ঘরোয়া বিভিন্ন টুর্নামেন্টের কারণে সম্ভব হয়ে ওঠে না।
আবার জাতীয় দলসহ বিভিন্ন দলের দলীয় অনুশীলন থাকলে উইকেটের অবস্থা আরও নাজুক হয়ে ওঠে। তাই এমন উইকেটে কেন্দ্রীয় চুক্তির বাইরের ক্রিকেটারের একক ব্যাক্তিগত অনুশীলন বেশ বিরল ঘটনা বটে। তবে এমন ঘটনার কারণ জানিয়ে বিসিবি ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস জানান, তাদের ভাবনায় রয়েছেন তামিম।
আরও পড়ুন:
» সাকিবের বাংলা টাইগার্সের ম্যাচসহ আজকের খেলা (২১ নভেম্বর ২৪)
» সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন মঈন আলী
বর্তমানে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও দলে ফিরতে পারেন সাবেক এই টাইগার অধিনায়ক। এমন কথা উল্লেখ করে নাফিস বলেন, ‘তামিমকে আপনি কোন ক্যাটাগরিতে ফেলবেন? উনি কেন্দ্রীয় চুক্তিতে নেই। তবে আসতেও পারে। সে একজন সাবেক অধিনায়ক। কিছুদিন আগে সে জাতীয় দলের অধিনায়ক ছিল। সে যদি সে ফিট থাকে, তবে দলে ফিরতে পারে।’
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। তার আগে ওয়ানডে ফরমেটে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ হিসেবে আছে আসন্ন উইন্ডিজ সিরিজ। তবে এখনই তাকে ফেরানো হবে, নাকি সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাবর্তন ঘটানো হবে তাই দেখার বিষয়। তবে তামিমকে ওয়ানডে ফরমেট ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি।
ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৪/এফএএস