সরকার পতনের পর দেশ সংস্কারের পথে কাধে কাধ মিলিয়ে কাজ করার চেষ্টা করছে ছাত্র-জনতা ও অন্তর্বর্তী সরকার। পরিবর্তন আনার সংকল্প সকলের মনে। তবে এখনও যেন পুরনো সেই ব্যাক্তি তোষামদের সংস্কৃতি থেকে বের হতে পারেনি বিভিন্ন সংগঠন। যেখানে বিশিষ্ট ব্যক্তিদের তোষণের মধ্য দিয়ে নিজস্ব স্বার্থ পূরণের চেষ্টায় থাকেন অনেকে।
এবার তেমনই এক ঘটনা চোখে পড়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। দিয়েছেন এমন সংস্কৃতি বন্ধের কড়া বার্তা। মূলত চলমান বন্যায় সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর ক্রীড়া উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে রোলার স্কেটিং ফেডারেশন ব্যানার নিয়ে জড়ো হয়। যেখানে ওই ব্যানারে দেখা যায় আসিফ মাহমুদের বড় ছবি। যা চোখ এড়ায়নি ক্রীড়া উপদেষ্টার।
রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান ক্রীড়া ভিত্তিক একটি গ্রুপে বিজ্ঞপ্তি ও ছবিও দিয়েছিলেন। ব্যানারে নিজের এমন ছবি দেখে ব্যাক্তি পূজা বন্ধের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। গতকাল শনিবার মধ্যরাতে নিজের এক ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করে এই বিষয়ে বার্তা দেন অন্তর্বর্তীকালীন সরকারের এই ছাত্র প্রতিনিধি।
ব্যক্তি তোষণের সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ সেই ব্যানারের ছবি পোস্টে দিয়ে ক্যাপশনে লেখেন, ‘ভালোবাসার বহিঃপ্রকাশ আপনার কাজ দিয়ে দেখান। বড় বড় ছবি টানিয়ে ব্যক্তিপূজার পুরনো সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে না। ব্যক্তিপূজা করে স্বার্থ হাসিলের সংস্কৃতির বাংলাদেশ আর নেই। স্বার্থের জন্য হোক কিংবা ভালোবেসে হোক, এধরণের প্র্যাক্টিস বন্ধ করুন।’
এর আগে প্রায়ই দেখা যেত নিজেদের জবাবদিহিতা এড়াতে কিংবা স্বার্থ চরিতার্থ করতে এরকম বিভিন্ন সংগঠন যুব ও ক্রীড়া মন্ত্রীদের বিভিন্নভাবে তোষামোদ করতে। একই ধরনের সংস্কৃতি বজায় রেখে চলার চেষ্টা করেন স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান। তবে এই বিষয়টি নজরে আসতেই কঠোরভাবে সেই সকল তোষামোদকারীদের সতর্ক করে দিলেন আসিফ মাহমুদ।
আরও পড়ুন: নানা হওয়ার খুশিতে যা বললেন শহীদ আফ্রিদি
ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৪/এফএএস