২০০৮ সাল থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি দায়িত্ব নিজের দখলে রেখেছিলেন কাজী সালাহউদ্দিন। দীর্ঘ ১৬ বছরের যাত্রায় তেমন কেউ তার প্রতিদ্বন্দ্বিতা করে উঠতে পারেনি। তবে সরকার পতনের পর গতকাল নির্বাচনের মাধ্যমে বাফুফেতে আগমন ঘটেছে নতুন ফেডারেশন সভাপতির।
কাজী সালাহউদ্দিন অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে গতকাল রাতে বাফুফের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তাবিথকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এছাড়া আসিফ মাহমুদ প্রত্যাশা করেন এবার বাংলাদেশ ফুটবলের সুদিন ফিরবে। গতকাল নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে করা এক পোস্টে তিনি বলেন, ‘বাফুফের নতুন সভাপতিকে অভিনন্দন। ফুটবলে সুদিন ফিরে আসুক, ফুটবল ঘিরে মানুষের প্রত্যাশাগুলো পূরণ হোক। শুভেচ্ছা, শুভকামনা।’
আরও পড়ুন:
» লিড নিয়েও আফগানদের কাছে হেরে বিদায় নিল বাংলাদেশ
» পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক রিজওয়ান
রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত বাফুফের নির্বাচনে ১২৩ ভোটে জয়ী হয়েছেন তাবিথ। নিজেদের লক্ষ্যের কথা উল্লেখ করে নবনির্বাচিত সভাপতি বলেন, ‘আমরা শুরুতেই আমাদের কনস্টিটিউশন ও স্ট্রাকচার পুনর্গঠন করার কর্মসূচিগুলো হাতে নেব। একই সঙ্গে ফুটবল যেন চলমান থাকে মাঠে এবং মানটা আরও উচ্চতায় চলে যায়, সেটা নিয়েও আমরা কাজ শুরু করতে যাচ্ছি।’
এছাড়াও নিজেদের লক্ষ্য নিয়ে তাবিথ আরও বলেছিলেন, ‘প্রতিটা মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব হলো বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়া। তাই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিগত কমিটিকে, তারা যে অবদান রেখেছেন…জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা মেটানোর উদ্দেশ্য নিয়ে আমরা আজ থকে কাজ শুরু করছি।’
ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৪/এফএএস