Connect with us
ক্রিকেট

বিপিএল খেলতে আসছেন যুক্তরাষ্ট্রের তারকা ব্যাটার

Aaron Jones in Rangpur Riders_2023 BPL
২০২৩ বিপিএলে রংপুর শিবিরে অ্যারন জোন্স। ছবি- সংগৃহীত

গত অক্টোবরের অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। সেখানে ফ্রাঞ্চাইজিগুলো তাদের পছন্দের দেশি-বিদেশি খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে। তবে এবার নিজেদের স্কোয়াডকে আরো শক্তিশালী করতে দলে নতুন ক্রিকেটার ভেড়াল সিলেট স্ট্রাইকার্স।

যুক্তরাষ্ট্রের তারকা ব্যাটার অ্যারন জোন্সকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে সিলেট। আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি।

এর আগেও বিপিএল খেলতে এসেছিলেন অ্যারন। ২০২৩ আসরে তাকে দলে ভিড়িয়েছিল রংপুর রাইডার্স। তবে রংপুরের জার্সিতে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। পুরো আসর ডাগআউটেই কাটাতে হয়েছে তাকে। তবে এবার সিলেটের জার্সিতে নিজের জাত চেনাবেন এই তারকা।

আরও পড়ুন:

» টানা দুই জয়ের পর হারের মুখ দেখলেন সাকিবরা

» ফিটনেস পরীক্ষায় পাস তামিম, ফিরছেন মাঠে

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে পুনরায় আলোচনায় আছেন অ্যারন জোন্স। এই টুর্নামেন্টে ৬ ম্যাচে ৪০ গড় ও ১৩৫ স্ট্রাইক রেটে ১৬২ রান করেন তিনি। যেখানে কানাডার বিপক্ষে ৪০ বলে ৯৪ এবং পাকিস্তানের বিপক্ষে ২৬ বলে ৩৬ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন এই টপ অর্ডার ব্যাটার।

Aaron Jones in 2024 T20 WC

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন অ্যারন। ছবি- সংগৃহীত

এছাড়া সবশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া কিংসের প্রথম শিরোপা জয়ে বড় অবদান রাখেন অ্যারন। ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৩১ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে শিরোপা জেতান এই তারকা।

সিলেটে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সঙ্গী হিসেবে পাচ্ছেন ক্যারিবিয়ান তারকা রাকিম কর্নওয়ালকে। এছাড়া এই তালিকায় আরও রয়েছেন আইরিশ ওপেনার পল স্টার্লিং, আফগান অলরাউন্ডার সামিউল্লাহ শেনওয়ারি এবং ইংলিশ পেসার রিস টপলি।

আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর। এরপর ৩১ ডিসেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সিলেট।

২০২৫ বিপিএলে সিলেট দল :

দেশি : জাকির হাসান, জাকের আলী অনিক , রনি তালুকদার, তানজিম হাসান সাকিব, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন, আরফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদ ইসলাম।
বিদেশি : রাকিম কর্নওয়াল, অ্যারন জোন্স, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।

ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট