দীর্ঘ এক যুগ খেলার পর অবসরে গেলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার শ্যানন গ্যাব্রিয়েল। গতকাল বুধবার (২৮ আগস্ট) নিজের ইন্সটাগ্রাম একাউন্টে এক পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। শ্যাননের জাতীয় দলে টেস্টে লম্বা স্পেলে বল করার জন্য খ্যাতি ছিল।
২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে লাল বলে অভিষেকের পর থেকে ক্যারিয়ারের বেশির ভাগ সময় টেস্ট ক্রিকেটেই সময় দিয়েছেন এই পেসার। উইন্ডিজ খেলোয়াড়দের টেস্ট ক্রিকেটের প্রতি অনীহা নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে যে গুঞ্জন, তার বিপরীত অবস্থান ছিল ডান হাতি এই পেসারের।
৩৬ বছর বয়সী শ্যানন গ্যাব্রিয়েল তার অবসরের ঘোষণায় লেখেন, ‘গত ১২ বছর ধরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আমি নিবেদিত ছিলাম। এই পর্যায়ে খেলতে পেরে আমি ভীষণ আনন্দিত। কিন্তু সব ভালো কিছুরই একটা শেষ আছে। জাতীয় দলের হয়ে খেলার সময়ে আমি এবং আমার পরিবার অসংখ্য সুযোগ ও আশীর্বাদ পেয়েছি। এজন্য সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
এছাড়াও ক্রিকেট বোর্ডের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই পেসার, ‘এছাড়াও আমার কোচ, কোচিং স্টাফ এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের প্রতি প্রশংসা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার সতীর্থদের ধন্যবাদ যারা এত দিন আমাকে সহায়তা করেছেন। আপনাদের জন্য এই যাত্রাটা ভীষণ সুন্দর ছিল।’
তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
৮৬ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে গ্যাব্রিয়েল টেস্ট খেলেছেন ৫৯ টি, ওয়ানডে খেলেছেন ২৫ টি আর ২ টি-টোয়েন্টি। তিন ফরম্যাটে নেয়া ২০২ উইকেটের মধ্যে টেস্ট ক্রিকেটেই শিকার করেছেন ১৬৬ টি উইকেট। এর মধ্যে ফাইফার নিয়েছেন মোট ৬ বার।
ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৪/এমএস