বল স্টাম্পে ছুঁয়ে যায় তবে বেল না পড়ার কারণে ব্যাটারকে আউট দেওয়া হয় না– এমন ঘটনা ক্রিকেটে এর আগেও ঘটেছে। তবে এবার যেন একটু বেশি চমক জাগানো ছিল ঘটনাটি। কেননা বলের আঘাতে মিডল স্টাম্প একেবারে হেলে গিয়েছে। তবুও অফ স্টাম্প ও লেগ স্টাম্পের কানায় ভর করে টিকে ছিল উইকেটের বেল। এতে করে নট আউটের সিদ্ধান্ত জানায় আম্পায়ার।
এমন ঘটনাই ঘটেছে মেলবোর্ন ক্লাব ক্রিকেটের এক ম্যাচে। তৃতীয় বিভাগের দল জ্ঞানেন্দ্রর বিপক্ষে ওয়েস্টার্ন ডিসট্রিকের মধ্যকার ম্যাচে এমন দৃশ্য দেখা যায়। দুই অ্যাম্পিয়ার নিজেদের মধ্যে আলোচনা করে নট আউটের সিদ্ধান্ত দেন। তবে এরপরই প্রশ্ন উঠেছে এটি আদৌ নট আউট ছিল কিনা তা নিয়ে।
ক্রিকেটের আইন অনুযায়ী, স্টাম্প আউট হতে হলে উইকেটের অন্তত একটা বেল পড়তে হবে। তা না হলে আউট হবে না ব্যাটার। ক্রিকেট আইনের ২৯.১ ধারায় বলা আছে, যদি দুই বেলের অন্তত একটি না পড়ে তাহলে ব্যাটার নট আউট। কিন্তু যদি বেল স্টাম্পে আটকে থাকার পরও স্টাম্প উপড়ে যায় সেক্ষেত্রে তা আউট হবে।
তবে অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে বলের আঘাতে স্টাম্প পড়ে গেলেও বেল না পড়ায় নট আউটের সিদ্ধান্তে আম্পায়ারিং নিয়ে সমালোচনা করছেন অনেকে। এক্সে টুইট করে কেউ কেউ লিখেছেন, হয়তো আম্পায়ার জোরে চাপ দিয়ে বেল লাগিয়েছিলেন, যার কারণে স্টাম্প হেলে যাওয়ার পরেও বেল পড়েনি।
আরও পড়ুন: বিপিএলের লোগোতে কী বুঝালো বিসিবি?
ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২৩/এসএফ/এজে