ভারতের এক নতুন বিশ্ব রেকর্ডের সাক্ষী হলো সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক। যদিও এই মাইলফলকটি ভারতেরই ছিল। তবে তাদের সঙ্গে জাপান জাতীয় ক্রিকেট দল আর ইংল্যান্ডের ক্লাব বার্মিংহাম বিয়ার্সও এই রেকর্ডের ভাগীদার ছিল। এখন এককভাবে এই কীর্তি শুধু সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলের দখলে।
৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে গতকাল (বুধবার) সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। এ ম্যাচে প্রোটিয়াদের ১১ রানে হারিয়ে ২-১ ব্যবধান এগিয়ে গেলো সফরকারীরা।
টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ ৭ বার ২০০ বা তার বেশি রান করেছিল ২০২৩ সালে ভারত, ২০২৪ সালে জাপান এবং ২০২২ সালে বার্মিংহাম বিয়ার্স।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ ম্যাচে ২১৯ রান করে সর্বোচ্চ ৮ বার ২০০ রান বা তার বেশি রান করে এক পঞ্জিকাবর্ষে রান করার কীর্তি গড়ল ভারত।
রেকর্ড গড়ার ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে তিলক ভার্মার ৫৬ বলে ১০৭ এবং অভিষেক শর্মার ২৫ বলে ৫০ রানের উপর ভর করে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান তুলেন সফরকারীরা। আফ্রিকা হয়ে বল হাতে ২ করে উইকেট শিকার করেন কেশভ মহারাজ এবং আন্দাইল সিমল্যান
পাহাড়সম রান তাড়া করতে নেমে মার্কো ইয়ানসেনের ১৭ বলে ৫৪ এবং হেনরিচ ক্লাসেনের ২২ বলে ৪১ রানের সুবাদে ৭ উইকেটে হারিয়ে শেষ পর্যন্ত ২০৮ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। ফলে ১১ রানে হেরে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়লেন তারা। ভারতের হয়ে বল হাতে ৩ উইকেট শিকার করেছেন আর্শদীপ
সিং এবং ২ উইকেট নিয়েছেন ভারুন চক্রবর্তী।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়া-পাকিস্তান টি-টুয়ান্টি ম্যাচসহ আজকের খেলা (১৪ নভেম্বর ২৪)
ক্রিফোস্পোর্টস/১৪ নভেম্বর ২৪/এইচআই