Connect with us
ক্রিকেট

যে গাছটা যত উঁচু, সে গাছে বাতাসটাও বেশি লাগে : সাকিব

Shakib Al Hasan
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। তবে মাঠে সফলতার দিক থেকে তিনি যেমন সেরা, তেমনি মাঠের বাইরে সমালোচনার দিক থেকেও তিনি উপরে। নানা সময়ে তার কর্মকাণ্ড বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে। তবে রাজনীতিতে জড়িয়ে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন দেশের ক্রিকেটের পোস্টারবয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেন সাকিব। আর এখানে থেকেই শুরু হয় তার রাজনৈতিক ক্যারিয়ার। তবে সেটা বেশি দীর্ঘস্থায়ী হয়নি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার সংসদ সদস্য পদও বাতিল হয়।

রাজনীতিতে জড়ানোটাই হয়ত সাকিবের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কেননা বাংলাদেশের ক্রিকেটের উন্নতিতে যতটা অবদান রয়েছে তার, ক্যারিয়ারের শেষদিকে এসে তার প্রাপ্য সম্মানটুকু হারিয়েছেন রাজনীতিতে জড়িয়েই।

সম্প্রতি টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি বাংলাদেশের মাটিতে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন এই তারকা। তবে নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত দেশে ফেরা হয়নি তার। ফলে ভারতের কানপুরেই ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলে ফেলেছেন এই অলরাউন্ডার।

আরও পড়ুন:

» মিরপুর টেস্ট : তাইজুলের কল্যাণে ৬ উইকেট নেই প্রোটিয়াদের

» ‘একজনকে ৫০ বছর কখনও খেলাতে পারবেন না’ সাকিবের বিষয়ে তাইজুল

» ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, স্কোয়াডে আছেন যারা

এত আলোচনার মধ্যেই সাকিবকে নিয়ে আজ (সোমবার) একটি ভিডিও প্রকাশ করেছে আবুধাবি টি-টেন লিগের ফ্রাঞ্চাইজি বাংলা টাইগার্স। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে দলটির অধিনায়ককে নিয়ে একটি ইন্টারভিউ শেয়ার করেছে তারা। যেখানে সাকিব বিভিন্ন সমালোচনা নিয়ে কথা বলেছেন।

সাকিবকে নিয়ে যখন কোনো পজিটিভ বা নেগেটিভ নিউজ হয়, ‘সেগুলো তিনি দেখেন কি না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, মিথ্যা কথা বলবো না যে একদমই দেখি না। অনেক সময় সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে দেখা হয়ে যায়, অনেক সময় টিভি দেখতে দেখতে দেখা হয়ে যায়। কাউকে ফলো করা হয় না, তবে অনেক নিউজ দেখা হয়। পজিটিভ-নেগেটিভ কোনোটা নিয়েই আমি খুব বেশি চিন্তা করি না।’

তিনি আরও বলেন, ‘আমার ক্যারিয়ারে অসংখ্য নেগেটিভ নিউজ দেখেছি। আমার মনে হয় এতটা হওয়া উচিত ছিল না। তবে এগুলো আমার ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলেনি।’

বাংলাদেশের ক্রিকেটে সাকিবের অবদান অনেক, তারপরও তাকে নিয়ে এত নেগেটিভ নিউজ হওয়া উচিত কি না এমন প্রশ্নের জবাবে এই তারকা বলেন, ‘আমার মনে যেগুলো হয়, হওয়া উচিত। আমি যদি উদাহরণ দেই, যে গাছে আম বেশি থাকে সে গাছে ইটটাও বেশি পড়ে; যে গাছটা যত উঁচু, সে গাছে বাতাসটাও বেশি লাগে। তাই এগুলো হবে, এটাই দুনিয়ার নিয়ম। এগুলো এড়িয়ে যাওয়ার কোনো উপায় আছে বলে আমি মনে করি না।’

ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট