মিরপুর টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুটাও আশানুরূপ হয়নি। তবে মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমের জুটিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে টাইগাররা। এমনকি একটা সুবিধাজনক রানে টার্গেট দিয়ে জয়ের স্বপ্নও দেখছে নাজমুল হোসেন শান্তর দল।
মিরপুরে দ্বিতীয় দিনে শেষে এখনও ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগারদের ১০৬ রানের জবাবে ৩০৮ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। এতে ২০২ রানের বিশাল লিড পায় সফরকারীরা।
২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ৪ রানেই ওপেনার সাদমান ইসলাম ও মুমিনুল হককে হারায় স্বাগতিকরা। এরপর মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে প্রাথমিক ধাক্কা সামাল দেয় তারা। তবে ৫৯ রানের মাথায় শান্ত (২৩)ফিরে গেলে আবারও বিপদে পড়ে বাংলাদেশ।
আরও পড়ুন:
» প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের নতুন মাইলফলক
» জয়-মুশি জুটিতে স্বস্তিতে দিন শেষ করল বাংলাদেশ
» বিশ্বকাপের সেমিতে দুই ডিফেন্ডারকে পাচ্ছে না আর্জেন্টিনা
এরপর দলের হাল ধরেন জয় ও মুশফিক। তাদের অপরাজিত ৪২ রানের জুটিতে দিন শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১০১ রান তুলছে স্বাগতিকরা। জয় ৮০ বলে ৩৮ এবং মুশফিক ২৬ বলে ৩১ রান করে অপরাজিত আছেন।
তবে এ জায়গা থেকেও জেতা সম্ভব বলে মনে করেন পেসার হাসান মাহমুদ। প্রোটিয়াদের দুইশ’র বেশি রান টার্গেট দিতে পারলে জেতা সম্ভব বলে মনে করেন এই তারকা। এ প্রসঙ্গে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা মনে দুইশ’র বেশি রানের লক্ষ্য দিতে পারলে আমরা জিততে পারব ইনশা আল্লাহ।’
প্রথম ইনিংসে শতরান পেরিয়েই গুটিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও শুরুতে হোঁচট খেলেও অনেকটা ঘুরে দাড়িয়েছে টাইগাররা। তবে দুইশ’র বেশি রানের লিড পেতে কমপক্ষে চারশ রান করতে হবে জয়-মুশফিকদের। আগামীকাল দুই-আড়াই বা তিন সেশন ব্যাটিং করতে পারলে এটা সম্ভব বলে মনে করেন হাসান, ‘আগামীকাল আমরা যদি তিন সেশন ব্যাটিং করতে পারি, তাহলে চারশ করা সম্ভব। দুই-আড়াই সেশন ব্যাটিং করলেও আমরা ৪০০ রানের কাছাকাছি যাওয়া সম্ভব।’
ক্রিফোস্পোর্টস/২২অক্টোবর২৪/বিটি