Connect with us
ফুটবল

দল চূড়ান্ত করলো স্পেন, খেলবে কলম্বিয়া ও ব্রাজিলের বিরুদ্ধে

Crifo Brazil Vs Spain
ব্রাজিল বনাম স্পেন ম্যাচের একটি দৃশ্য। ছবি- গোল ডটকম

বছর শুরু হয়েছে প্রায় তিন মাস হতে চললো। এখনো আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামা হয়নি স্পেনের। এই বছরেই আবার রয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ওই টুর্নামেন্টে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্প্যানিশরা। অপেক্ষা ফুরিয়ে আসছে সেই কাঙ্ক্ষিত দিন। ব্রাজিল ও কলম্বিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচের দল ঘোষণা করেছে স্প্যানিশ ফুটবল এসোসিয়েশন।

এই মার্চ মাসেই লাতিন আমেরিকার দেশ ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে স্পেন। আসন্ন ম্যাচ দুটির জন্য চমক রেখে স্পেন স্কোয়াড ঘোষণা করেছে। শুক্রবার (১৫ মার্চ) দল ঘোষণা করেছে স্পেন।

রিয়াল মাদ্রিদের নজরকাড়া তরুণ মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ, বার্সেলোনায় অল্প সময়েই নিজের জাত চেনানো পাউ কুবারসি, অ্যাতলেটিক ক্লাবের সেন্টারব্যাক ড্যানিয়েল ভিভিয়ানকে প্রথমবারের মতো ডাকা হয়েছে স্পেন দলে।

ঘোষিত ওই দলে নেই ইনজুরিতে থাকা মিডফিল্ডার গাবি। বার্সেলোনার ১৬ বছর বয়সী ফরোয়ার্ড লামিন ইয়ামালও আছেন আসন্ন দুই ম্যাচের দলে।

২ প্রীতি ম্যাচের জন্য স্পেন দল

গোলরক্ষক: অ্যালেক্স রেমিরো, উনাই সিমোন ও ডেভিড রায়া।
ডিফেন্ডার: গ্রিমালদো, পেদ্রো পোরো, লে নরম্যান্ড, পাউ কুবারসি, লাপোর্তে, পাউ তোরেস, গায়া, ভিভিয়ান, জেসুস নাভাস ও কারভাহাল।
মিডফিল্ডার: রদ্রিগো, ফ্যাবিয়ান, সানচেট, জুবিমেন্দি, অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো।
ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল, জেরার্ড মোরেনো, মোরাতা, জোসেলু, নিকো উইলিয়ামস, দানি অলমো, ওয়ারজাবাল ও পাবলো সারাবিয়া।

আগামী ২২ মার্চ লন্ডনে কলম্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে স্পেন। আর চার দিন পর ২৬ মার্চ মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে ব্রাজিলের বিপক্ষে ২০১০ সালের চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন: চ্যাম্পিয়নস লিগ: শেষ আটে এগিয়ে আছে কারা?

ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল