Connect with us
ফুটবল

কোপা আমেরিকায় সবচেয়ে বেশি শিরোপা জিতেছে যে দল?

Copa america Top winer 3 team
সর্বোচ্চ শিরোপা ছুঁয়েছে উরুগুয়ে ও আর্জেন্টিনা৷ ছবি- সংগৃহীত

ইউরো চ্যাম্পিয়ন্সশিপের উন্মদনার মাঝেই শুরু হয়েছে কোপা আমেরিকার ৪৮তম আসর৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪টি শহরের ১৪টি মাঠে ১৬ দল নিয়ে শুরু হয়েছে এবারের আসর৷ দক্ষিণ আমেরিকার দলগুলো ছাড়াও এবারের আসরে যোগ দিয়েছে কানাডা, স্বাগতিক যুক্তরাষ্ট্র, কোস্টারিকা ও মেক্সিকোর মতো দেশগুলো৷

দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবল এর আয়োজনে প্রতি তিন বছর পর পর মাঠে গড়ায় কোপা আমেরিকার ফুটবল উন্মাদনা৷ ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ের মতো ফুটবল পরাশক্তিদের আধিপত্য দেখা যায় এই টুর্নামেন্টে৷

১৯১৬ সালে শুরু হওয়া এ টুর্নামেন্টটি ক্রীড়া দুনিয়ায় অলিম্পিকের পর সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট। তবে তখন ‘কোপা আমেরিকা’ নামে কোনো টুর্নামেন্ট ছিল না। ১৯৭৫ সাল পর্যন্ত এটি পরিচিত ছিল ‘দক্ষিণ আমেরিকান ফুটবল চ্যাম্পিয়ন্সশিপ’ নামে। এরপর থেকেই কোপা আমেরিকা নামে টুর্নামেন্টটির যাত্রা শুরু হয়৷

আরও পড়ুন :

» কোপা আমেরিকা ২০২৪ : এবারের আসরে প্রাইজমানি কত?

» তুরস্ককে হারিয়ে ইউরোর শেষ ষোলোয় পর্তুগাল

কোপা আমেরিকায় সবচেয়ে বেশি শিরোপা যাদের ঘরে

কোপা আমেরিকায় এখন পর্যন্ত সর্বোচ্চ শিরোপা ছুঁয়েছে উরুগুয়ে ও আর্জেন্টিনা৷ দল দুটি টুর্নামেন্টে সর্বোচ্চ ১৫টি শিরোপা জিতেছে৷ অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ ৯টি শিরোপা রয়েছে ব্রাজিলের৷

উরুগুয়ে

কোপা আমেরিকার অন্যতম সফল দল উরুগুয়ে৷ শুরু থেকেই টুর্নামেন্ট দাপট দেখাচ্ছে দলটি। প্রথম দশটি আসরে ছয় বারই শিরোপা জিতেছে তারা। সবমিলিয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ ১৫টি শিরোপার মালিক উরুগুয়ে৷

আর্জেন্টিনা

উরুগুয়ের পর কোপা আমেরিকায় সবচেয়ে বেশি সাফল্যের দেখা পেয়েছে আর্জেন্টিনা৷ সর্বশেষ ২০২১ সালেও শিরোপা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। সবমিলিয়ে টুর্নামেন্টে উরুগুয়ের সমান ১৫টি শিরোপা রয়েছে আর্জেন্টিনার।

copa america argentina

copa america argentina (শিরোপা হাতে লিওনেল মেসি)

ব্রাজিল

আর্জেন্টিনা- উরুগুয়ের সমান না হলেও কোপা আমকরিকায় তৃতীয় সর্বোচ্চ শিরোপা গেছে সেলেসাওদের ঘরে৷ এখন পর্যন্ত ৯টি শিরোপা জিতেছে তারা৷

copa america BRAZIL

copa america BRAZIL (কোপা আমকরিকায় তৃতীয় সর্বোচ্চ শিরোপা গেছে সেলেসাওদের ঘরে) ছবি- সংগৃহীত

চিলি

সর্বশেষ পাঁচ আসরে চিলির রয়েছে দুটি শিরোপা৷ ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে টানা দুইবার শিরোপা জেতে দলটি৷ টুর্নামেন্টে এখন পর্যন্ত চার বার রানার্সআপ হলেও, দুইবারের বেশি আর শিরোপার দেখা পায়নি দলটি৷

পেরু ও পেরাগুয়ে

১৯৩৯ সালে টুর্নামেন্টটির ফাইনালে উরুগুয়েকে হারিয়ে প্রথম বারের মতো শিরোপা জিতে পেরু৷ এরপর আরো একটি শিরোপার দেখা পেতে দলটিকে অপেক্ষা করতে হয় ৩৪ বছর৷ সর্বশেষ ১৯৭৫ সালে শিরোপার দেখা পায় পেরু। অন্যদিকে ১৯৫৩ সালে ব্রাজিলকে হারিয়ে প্রথম বারের মতো শিরোপা ঘরে তোলে পেরাগুয়ে৷ তাদেরও আরেকটি শিরোপার জন্য অপেক্ষা করতে হয় ২২ বছর৷ উভয় দলই এখন পর্যন্ত দুটি করে শিরোপা জিতেছে৷

কলম্বিয়া ও বলিভিয়া

১৯৬৩ সালে কোপা আমেরিকার ফাইনালে পেরাগুয়েকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা জিতে বলিভিয়া৷ ২০০১ সালে মেক্সিকোকে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পায় কলম্বিয়া। দুই দলই এখন পর্যন্ত একটি করে শিরোপা জিতেছে৷

চলতি আসরে আর্জেন্টিনা, ব্রাজিল ছাড়াও শিরোপার দৌঁড়ে ফেভারিটের তালিকায় রয়েছে উরুগুয়ে, কলম্বিয়া, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।

ক্রিফোস্পোর্টস/২৩জুন২৪/টিএইচ/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল