ফুটবল মাঠে খুব ভালো সময় পার করছে আর্জেন্টিনা। সে হোক মেসিরা কিংবা তাদের উত্তরসূরীরা। কাতার বিশ্বকাপে মেসিদের ফাইনাল জয়ের পর এবার অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে ফাইনালের পথে আর্জেন্টিনার যুব দলও। তবে তাদের ফাইনালের পথে বাধা হয়ে দাড়াতে পারে শক্তিশালী জার্মানি।
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে উড়ছে আর্জেন্টিনা। শুরুটা হার দিয়ে করলেও এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি যুবাদের। ইতোমধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
শুক্রবার (২৪ নভেম্বর) শেষ আটের লড়াইয়ে ব্রাজিল অনুর্ধ্ব-১৭ দলের মুখোমুখি হয় আর্জেন্টিনার যুবারা। ‘জুনিয়র মেসি’ উপাধি পাওয়া ক্লাদিও এচেভেরির হ্যাট্রিকে ৩-০ ব্যবধানে উড়ে যায় ব্রাজিল।
তবে ফাইনালে ওঠার ক্ষেত্রে আর্জেন্টিনার জন্য অনেক বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ইউরোপীয় পরাশক্তি জার্মান। শক্তিশালী স্পেনকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।
আগামী ২৮ নভেম্বর ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও জার্মানি। এখন দেখার পালা মেসিদের কাতার বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটাতে পারে কিনা ক্লাদিও এচেভেরিরা।
আরও পড়ুন: শেষ সময়ের গোলে হার এড়াল বার্সেলোনা
ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৩/এমটি