Connect with us
ক্রিকেট

২০২৪ সালে যেসব দলের মুখোমুখি হবে বাংলাদেশ

বিপিএল দিয়েই নতুন বছর শুরু করবে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

২০২৩ সালে ক্রিকেটে অনেক ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ। চলতি মাসের শেষ দিন (৩১ ডিসেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি খেলার মধ্য দিয়ে বছর শেষ করতে যাচ্ছে টাইগাররা। ২০২৪ সালেও টাইগারদের জন্য ২২ গজে ব্যস্ততম সূচি অপেক্ষা করছে।

নিউজিল্যান্ড সফর শেষে নতুন বছরে তেমন বিশ্রামের সুযোগ নেই টাইগারদের। কেননা আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে পহেলা মার্চ।

বিপিএল চলাকালেই বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। ফেব্রুয়ারী-মার্চে লঙ্কানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজে ২ টি টেস্ট, ৩ টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। এই সিরিজে ২ টি টেস্ট এবং ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। তবে এই সিরিজে কোনো ওয়ানডে ম্যাচ নেই।

জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের এই নবম আসরে ২০ টি দল অংশ নেবে। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই বিশ্বকাপের টিকিট কেটে রেখেছিল বাংলাদেশ।

বিশ্বকাপের পর আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবে টাইগাররা। জুলাই-আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া এই রিরিজে ২ টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩ টি টি-টোয়েন্টি খেলবে দুই দল। আফগানিস্তানের বর্তমান হোম ভেন্যু হিসেবে আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে এই সিরিজটি।

আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের ঘরের মাঠে ২ টি টেস্ট ম্যাচে খেলবে বাংলাদেশ। এরপর সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে যাবে টাইগাররা। এই সফরে দুটো টেস্ট এবং ৩ টি টি-টোয়েন্টি খেলবে লাল-সবুজ বাহিনী।

অক্টোবর-নভেম্বরে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। তবে এই সিরিজে কোন ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ নেই।

নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে বছর শেষ করবে টাইগাররা। এ সফরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ, যেখানে ২ টি টেস্ট এবং ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।

আরও পড়ুন: ফুটবলারের খোজে নেমেছে বায়ার্ন, সুযোগ রয়েছে বাংলাদেশিদেরও

ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট