ভারতের মাটিতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে এশিয়া কাপ গড়ানোর কথা পাকিস্তানে। তবে দেশটিতে খেলতে যাওয়া নিয়ে ভারত বেকে বসায় আসরটি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবির বিকল্প অনেক প্রস্তাবেও কাজের কাজ কিছুই না হওয়ায় চলতি বছরে সেপ্টেম্বরে হতে যাওয়া টুর্নামেন্টটি নিয়ে টানাপোড়েন দীর্ঘ হয়েছে।
তবে এশিয়ার বিশ্বকাপ খ্যাত আসন্ন আসরটি নিয়ে সব জল্পনার অবসান হতে যাচ্ছে চলতি মাসের ২৮ তারিখ।ভারতের ক্রিকেট বোর্ড-বিসিসিআই’র সদস্য সচিব জয় শাহ এমনটাই ইঙ্গিত দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম।
এতে বলা হয়, ২৮ মে চলমান আইপিএলের ফাইনালের দিন চূড়ান্ত হতে পারে, কোথায় ও কীভাবে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। কেননা, এদিন শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানরা অতিথি হয়ে সেখানে উপস্থিত থাকবেন।
সেখানেই বিসিসিআই’র সদস্য সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহর সঙ্গে তাদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেখানেই নির্ধারিত হতে পারে এবারের এশিয়া কাপ ভাগ্য।
আরও পড়ুন: এবারের আপিএলে একনজরে প্লে-অফ ও ফাইনালের সূচি
প্রসঙ্গত, আসরটি আয়োজনে কিছুটা নরম সুরে কথা বলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের প্রস্তাব; লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে আসরের প্রথম চারটি ম্যাচ হবে। আর দ্বিতীয় পর্বে ভারতের ম্যাচসহ ফাইনাল নিরপেক্ষ ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজন করা হবে।
ক্রিফোস্পোর্টস/২৫মে২৩/এসএ