বাংলাদেশ নিউজিল্যান্ড মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ে ১৫ মিনিট পূর্বেই শুরু হওয়ার কথা থাকলেও সেটা এখনো সম্ভব হয়নি। গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে যা অব্যাহত ছিল দিবাগত রাত পর্যন্ত। ভোরের দিকেও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ায় আউটফিল্ড রয়েছে এখনো ভেজা। তবে সকাল থেকে মেঘ কাটতে শুরু হয়েছে। বৃষ্টি থেমে যাওয়ায় মাঠের অধিকাংশ কাভার সরানো হয়েছে ইতোমধ্যে।
খেলার উপযোগী করার জন্য মাঠকর্মীরা আউটফিল্ডের পানি শুকানোর কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যে মাঠ প্রস্তুত হয়ে তৃতীয় দিনের খেলা গড়াবে বলে আশা করা যায়। স্থানীয় সময় ১১টায় মাঠে পরবর্তী পরিদর্শন করবেন ম্যাচ আম্পায়াররা। মাঠের পরিস্থিতি দেখে পরবর্তী নির্দেশনা দেয়া হবে।
এর আগে দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পুরোপুরি ভেস্তে যায়। প্লেয়াররা অলস সময় পার করেন ডাগআউটে। তার আগে প্রথম দিন মিরপুর দেখেছিল স্পিনারদের দাপট। যেদিন দুই ইনিংসে ১৫টি উইকেটের পতন দেখা যায়। যার মধ্যে ১৩টি শিকার করেন দুই দলের স্পিনাররা।
প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৭২ রানে অলআউট হয় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করার আভাস দিলেও দিনের শেষ পর্যন্ত ৫৫ রানে ৫ উইকেট হারায় সফরকারী দল।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১৫০ রানের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। এতে করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে নিজেদের প্রথম ম্যাচ জিতে শতভাগ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে ভালো করে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে চাইবে বাংলাদেশ।
আরও পড়ুন: অবসরের ৫ বছর পর চাঞ্চল্যকর তথ্য জানালেন ডি ভিলিয়ার্স
ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৩/এসএফ/এজে