অবশেষে জয়ের মুখ দেখলো বাংলাদেশ। শ্রীলঙ্কাকে তিন উইকেটে পরাজিত করে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখলো সাকিবরা। এই জয়ে পয়েন্ট টেবিলের সাতে উঠে এসেছে বাংলাদেশ।
দিল্লী অরুণ জেটলি স্টেডিয়ামে শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্বান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ২৮০ রানের লক্ষ্য দেয় লংকানরা।
২৮০ রান তাড়া করতে নেমে শুরুটা একটু মারকুটে ভঙ্গিতে করে বাংলাদেশ। তবে বরাবরের মতো আবারো ব্যাটিংয়ে ব্যর্থ হয় তানজিদ তামিম। দলীয় ১৭ রানের মাথায় ৯ রান করে প্যাভিলিওনের পথ ধরেন তিনি। এরপর ৪২ রানে মাথায় আউট হয়ে যান আরেক ওপেনার লিটন দাস। পাওয়ার প্লেতেই ২ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় টাইগাররা ।
এরপরই ম্যাচের হাল ধরেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। দুজন মিলে তৃতীয় উইকেট জুটিতে ১৬৯ রান যোগ করেন। দুজনেরই সেঞ্চুরি করার সম্ভাবনা থাকলেও সাকিব ৮২ ও শান্ত ৯০ করে আউট হয়ে যান। তবে শেষের দিকে দ্রুত কয়েকটি উইকেট পড়ে যাওয়ায় কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫৩ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয়ের তীরে পৌঁছে যায় টাইগারা।
লংকানদের হয়ে মাদুসাঙ্কা ৩ টি এবং থিকসানা ও ম্যাথিউস ২ টি করে উইকেট নেন।
এর আগে বোলিংয়ে নেমে প্রথম ওভারেই আঘাত হানে টাইগাররা। উইকেটের পেছনে থাকা মুশফিকের হাতে ক্যাচ দিয়ে শরিফুলের শিকার হয়ে সাজঘরে ফেরেন কুশাল পেরেরা। এরপর ম্যাচের হাল ধরেন কুশল মেন্ডিস ও পাথুম নিসাঙ্কা। ৬৬ রানের মাথায় সাকিবের শিকার হয়ে কুশল মেন্ডিস ফিরে গেলে ভেঙে যায় জুটিটি। এরপর চারিথ আসালাঙ্কার ১০৮ এবং সিলভা ও মহেশের মাঝারি ক্যামিওতে ৪৯.৩ ওভার খেলে ২৭৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে অভিষিক্ত তানজিম সাকিব সর্বোচ্চ ৩ টি এবং সাকিব ও শরিফুল ২ টি করে উইকেট নেন।
এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে উঠে এসেছে বাংলাদেশ। সমান পয়েন্ট নেট রান রেটে পিছিয়ে থাকায় বাংলাদেশের নিচে নেমে গেছে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা।
সসংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২৭৯/১০ (৪৯.৩ ওভার)
বাংলাদেশ: ২৮২/৭ (৪১.১ ওভার)
ফলাফল: বাংলাদেশ ৩ উইকেটে জয়ী
আরও পড়ুন: বিরাট কোহলি যেন অতুলনীয়
ক্রিফোস্পোর্টস/০৬নভেম্বর২৩/এমটি