Connect with us
ক্রিকেট

প্রোটিয়াদের মাঠে আরেকটি ইতিহাস গড়া হলো না টাইগ্রেসদের

South africa vs bangladesh
ছবি- গুগল

দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিল টাইগ্রেসরা। সিরিজের দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আজকের ম্যাচটি ছিল সিরিজ জয়ের মিশন। পাশাপাশি আরেকটি ইতিহাসে নাম লেখানোর হাতছানি—তবে গড়া হলো না নতুন ইতিহাস।

গত ৩ ডিসেম্বর সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়া নারীদের ১৩ রানের হারানোর ম্যাচটি ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়। পরে হাতছানি দিচ্ছিল সিরিজ জয় করে আরেকটি ইতিহাস গড়ার।

শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় শুরু হওয়া ম্যাচটি ৮ উইকেটের বিশাল ব্যবধানে জিতে নিয়ে সিরিজে সমাতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। এর আগে গত ৬ ডিসেম্বরের ম্যাচটি বৃষ্টিতে বাতিল হয়েছিল।

এর আগে বেনোনিতে গত রবিবার প্রথম ম্যাচে প্রোটিয়াদের ১৩ রানে হারিয়ে ইতিহাস গড়ে নিগার সুলতানার দল। দেশটির মাটিতে ১২ ম্যাচের ইতিহাসে টি-টোয়েন্টি ক্রিকেটে সেটিই ছিল বাংলাদেশের মেয়েদের প্রথম জয়ের স্বাদ। এবার সিরিজ জিতলে তৃপ্তির ষোলকলা পূর্ণ হতো। তবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ রক্ষা করে প্রোটিয়া নারীরা।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের ৬ উইকেট হারিয়ে ৯৪ রানে থামে বাংলাদেশের রানের চাকা। টপ অর্ডারের ব্যর্থতায় শুরুতেই বিপর্যায়ে পরে বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুন ৭ বলেই ২ রান ও শামিমা সুলতানা ১৩ বলে ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলে চাপে পরে বাংলাদেশ।

তবে মিডেল অর্ডারে দলের হাল ধরেন লতা মণ্ডল। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন এই পেস অলরাউন্ডার। এছাড়া ১৬ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলের পূঁজি বাড়ান সর্ণা আক্তার। অধিনায়ক নিগার সুলতানা করেন ২০ বলে ১১ রান। এছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরই পার হতে পারেননি।

প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন মাসাবাতা ক্লাস ও আয়ন্দা হলুবি।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী ব্যাটারের ব্যাটে ভর করেই জয়ের ভীত গড়ে ফেলে প্রোটিয়ারা। মাত্র ২ উইকেট হারিয়ে ২৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪৯* (৪৯) রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক লরা ওলভার্ড। মারুফা আক্তার ও শরিফা খাতুন একটি করে সান্ত্বনার উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ৯৪/৬ (২০) 
টার্গেট ৯৫ (২০)
দক্ষিণ আফ্রিকা ৯৫/২ (১৫.২)

ফলাফল: দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী।

আরও পড়ুন: ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে অনিশ্চিত আনচেলত্তি!

ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৩/এসএ/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট