Connect with us
ক্রিকেট

সাকিবের দেশে ফেরার সময় জানা গেল

Shakib is returning to Bangladesh
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

বিদায়ী টেস্ট খেলতে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে বেশ শঙ্কা দেখা দিয়েছিল। তবে সব শঙ্কা কাটিয়ে দেশে ফিরতে যাচ্ছেন এই তারকা। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দেশে ফিরতে পারেন সাকিব।

সাকিবের দেশে ফেরার বিষয়টি দেশের একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবি ও সাকিবের ঘনিষ্ঠ সূত্র।

দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান। সরকারের পট পরিবর্তনের পর তার দেশে ফেরা নিরাপত্তাজনিত ইস্যু সৃষ্টি হয়। যার ফলে তার দেশে ফেরা অনিশ্চয়তা দেখা দেয়।

বাংলাদেশের জার্সিতে সাকিব পাকিস্তান ও ভারত সিরিজ খেলেছেন দেশের বাইরে থেকেই। তবে ভারতের মাটিতে তিনি টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট ম্যাচ দিয়ে ক্রিকেটের এই আভিজাত্য সংস্করণকে বিদায় জানাতে চান সাকিব।

আরও পড়ুন:

» বাবরের জায়গায় সুযোগ পেয়ে অভিষেকেই কামরানের সেঞ্চুরি

» ২০২৫ বিপিএলে যে ভূমিকায় থাকছেন আফ্রিদি 

শুরুতে সাকিবের দেশে ফেরার বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেনি বিসিবি। তবে পরবর্তীতে এ নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছিল বোর্ড। সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে চুপ থাকা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন সাকিব। এরপর থেকে তার দেশে ফেরার সম্ভাবনা আরো বেড়ে যায়।

সম্প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া সাকিবের দেশে ফেরার বিষয়ে সবুজ সংকেত দেন। তিনি বলেন, সাকিবের দেশে ফেরা নিয়ে কোনো বাধা নেই।

আগামী ২১ অক্টোবর প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। সব ঠিক থাকলে এই ম্যাচে দেখা যাবে সাকিবকেও এবং ঘরের মাটি থেকেই বিদায় নিতে পারবেন এই তারকা।

ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট