ফুটবলের ৯০ মিনিটের খেলায় কিভাবে ৩ মিনিটে চ্যাম্পিয়ন হওয়া যায়? এমন অসম্ভব প্রশ্নের উত্তরই যেন দিয়েছে তুর্কী ক্লাব গ্যালাতাসার৷ তুরস্কের সুপার কাপের ফাইনালে ফেনারবাচের বিপক্ষে ৩ মিনিট খেলেই চ্যাম্পিয়ন হয় দলটি।
প্রতিপক্ষ ফেনারবাচ প্রথম মিনিটে মাউরো ইকার্দির গোলে পিছিয়ে যায়৷ গোল হজমের পরপরই তারা মাঠ ছেড়ে গেলে ১৭ তম বারের মতো এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় গ্যালাতাসারাই।
মূলত ফাইনালে খেলতে নামার আগেই ফেনারবাচ কোচ পরিকল্পনা করে রেখেছিল গোল হজমের পরেই তারা মাঠ ছেড়ে চলে যাবে। তাই তো অনূর্ধ্ব-১৯ দলকেই মাঠে নামিয়ে দেয় তিনি। শিরোপা নির্ধারণীর মতো এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ফেনারবাচের এমনটা করে প্রতিবাদ হিসেবে৷
গত ২৯ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনালটি হওয়ার কথা ছিল সৌদি আরবে। কিন্তু তখন ম্যাচটি স্থগিত করে দেওয়া হয়। গতকাল সেই ম্যাচটিই অনুষ্ঠিত হয় তুরস্কের সানলিউরফার জিএপি স্টেডিয়ামে। তুর্কি ফুটবল ফেডারেশনের কাছে ফেনারবাচের অনুরোধ ছিল ফাইনালটি যেন স্থগিত করে নতুন সময় দেওয়া হয়। কারণ আগামী বৃহস্পতিবার উয়েফা কনফারেন্স লিগের ম্যাচ রয়েছে তাদের। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তাদের প্রতিপক্ষ গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস। কিন্তু তাদের অনুরোধ রাখেনি তুর্কি ফেডারেশন৷ অনুরোধ না রাখায় মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ফেনারবাচ। এতে নিয়ম অনুযায়ী গ্যালাতাসারাকে ১-০ ব্যবধানে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
ম্যাচ শেষে তুর্কি ফেডারেশনের সমালোচনা করে ফেনারবাচ ক্লাবের সভাপতি আলি কচ বলেছেন, ‘সময় এসেছে তুরস্কের ফুটবলকে নতুন করে সাজানোর। আমরা এমন এক সময়ের মধ্যে আছি যখন তুরস্ক ফুটবলের পুনর্গঠন প্রয়োজন। বাস্তবায়ন করার জন্য তুরস্কে যোগ্য ব্যক্তিও আছে। এই মুহূর্তে নিরপেক্ষতা, স্বচ্ছ প্রতিযোগিতা এবং ক্রীড়া নীতিমালা সামনে আনা উচিত।’
আরও পড়ুন: পয়েন্ট ভাগাভাগিতে শেষ হলো লিভারপুল-ম্যানইউ মহারণ
ক্রিফোস্পোর্টস/৮এপ্রিল২৪/টিএইচ/এমটি