আগামী বছর যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার ৪৮ তম আসর। এরই মধ্যে উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের ভেন্যু প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। ২০২৪ সালের জুনেই শুরু হবে দক্ষিণ আমেরিকার ফুটবলের এ জমজমাট লড়াই।
কোপা আমেরিকা এবারের আসরটা হবে কিছুটা ভিন্ন আঙ্গিকে। এবারের আসরে কনমেবলের ১০ দেশের পাশাপাশি কনকাকাফ থেকেও ৬ টি দল অংশ নেবে। কোপার ইতিহাসে দ্বিতীয়বারের মতো ১৬ টি দল খেলবে এই আসরে।
দক্ষিণ আমেরিকার এই শ্রেষ্ঠত্বের লড়াইকে কেন্দ্র করে আরো আগেই এর সূচি নির্ধারণ করেছে কনমেবল। এবার উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের ভেন্যুও প্রকাশ করেছে তারা। পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী কোপা আমেরিকার পর্দা উঠবে ২০২৪ সালের ২০ জুন আর পর্দা নামবে ১৪ জুলাই। ২০ জুনের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে আটলান্টার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে। আর ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে।
এবারের আসরের উদ্বোধনী ম্যাচটিতে খেলার সম্ভাবনা রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তবে আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কোপার ড্র এর পরেই জানা যাবে কখন, কোথায় কাদের ম্যাচ।
কোপা আমেরিকার গত আসরটি ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড সমস্যার কারণে তা ১ বছর পিছিয়ে ২০২১ সালে অনুষ্ঠিত হয়। প্রথমে আয়োজক দেশ হিসেবে আর্জেন্টিনা ও কলম্বিয়া কে নির্ধারণ করা হলেও পরবর্তীতে টুর্নামেন্টি ব্রাজিলে অনুষ্ঠিত হয়। সেবার ফাইনালে ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা।
আরও পড়ুন: টেস্ট সিরিজ খেলতে আজ ঢাকায় আসছে কিউইরা
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৩/এমটি