Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচের ভেন্যুর একি হাল!

BD vs USA stadium
ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচের ভেন্যু!

বিশ্বকাপের প্রস্তুতি এবং আয়োজক দেশের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো যে ভেন্যুতে হওয়ার কথা ছিল সেই প্রেইরী ভিউ স্টেডিয়ামটি প্রচন্ড ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। বলা যায়, পুরো স্টেডিয়ামটি খেলার অনুপযোগী হয়ে গেছে।

গতকাল শুক্রবার হাউস্টন এলাকায় প্রচণ্ডবেগে ঘূর্ণিঝড় হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়- ৭ জন নিহত হয়েছেন এই ঝড়ে। এছাড়াও হাউস্টন এলাকাটি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শুক্রবার হাউস্টনে বসবাসকারী ৯ লাখ মানুষ অন্ধকারে রাত অতিবাহিত করেছে।

ঘূর্ণিঝড়ে প্রেইরী ভিউ স্টেডিয়ামে সব অস্থায়ী স্থাপনা এলোমেলো হয়ে গেছে। খেলোয়াড়দের ডাগআউট, ভিআইপি টেন্ট, সাইটস্ক্রিনসহ মাঠের এসব অস্থায়ী স্থাপনাগুলো ঝড়ের কবলে পড়ে প্রায় ধ্বংস হয়ে গেছে। এমনকি প্র্যাকটিস নেটের বেহাল দশা। ব্রডকাস্ট কর্তৃপক্ষদের জন্য তৈরি করা সব স্ট্যান্ডগুলো ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ২১ মে থেকে। প্রথম ম্যাচ শুরু হতে আর মাত্র ৩ দিন বাকি। ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র সংবাদদাতা পিটার ডেলা পেনা লিখেছেন, এই সময়ের মধ্যে মাঠকে খেলার উপযোগী করে পূনরায় সম্পূর্ণ প্রস্তুত করা সম্ভব নাও হতে পারে। ফলে, বাংলাদেশ যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচ মাঠে গড়াবে কিনা কি না,তা নিয়ে সন্দেহ রয়েছে।

পিটার ডেলা পেনা আরও লিখেছেন, শুক্রবার যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের অনুশীলন সেশন প্রেইরি ভিউ স্টেডিয়াম থেকে সরিয়ে কাছাকাছি একটি ইনডোর স্টেডিয়ামে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা অবিলম্বে মাঠের অবস্থা পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্থ সব স্থাপনা এবং খেলার সুবিধা সম্বলিত সবকিছু পুনরায় খেলার উপযোগী করার জন্য ঠিক-ঠাক করার ব্যবস্থা নিচ্ছেন।

এখন দেখার বিষয়, ২১ মে খেলা শুরুর নির্ধারিত সময়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত মাঠকে তারা প্রস্তুত করে খেলা অনুষ্ঠিত করাতে পারেন কি না।

আরও পড়ুন: অভিমানী রোহিতের কণ্ঠে বিদায়ের সুর, নীল জার্সিতে শেষ ম্যাচ?

ক্রিফোস্পোর্টস/১৮মে২৪/এইচআই/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট