২০১৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার এক বিরল ঘটনা এখন আইসিসির ফানি রিলসে। স্ট্রাইকে ছিলেন সৌম্য সরকার এবং বল করছিলেন জোফরা আরচার। আরচারের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলটি ইনসুইং হলে ব্যাটে বলে সংযোগ করতে পরাস্ত হন সৌম্য সরকার। বলটি সৌম্যের ব্যাটে না লেগেও বাউন্ডারি ছাড়া হয়। মূলত অফ স্ট্যাম্পে লেগে উইকেটের পিছনে থাকা জস বাটলারের মাথার উপর দিয়ে সরাসরি বাউন্ডারি লাইন ক্রস করে।
অর্থাৎ বোল্ড হওয়া বলটি সীমানার ওপারে। কিন্তু আদতে ছয় হলেও সেটা স্কোরবোর্ডে যোগ হয়নি, কেননা ওই বলে আউট হয়ে সাজঘরে ফেরেন সৌম্য। এখন সেই ছক্কাটি নেটিজেনদের বিনোদনের খোরাক। ওই ম্যাচে ৮ বল খেলে মাত্র ২ রান করেন সৌম্য।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই হাস্যকর ছয়ের ভিডিও ক্লিপটি অফিসিয়াল ফেসবুক রিলসে আপলোড করে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ছয়ের দৃশ্যটি। হাহা রিয়াক্ট এবং হাস্যকর কমেন্টের ছড়াছড়ি সেই ভিডিওতে । সৌম্যর সেই লজ্জাজনক আউট এর ভিডিওতে অনেকেই বলছে ‘এটা সৌম্যর বল হিট না করেই ছয় মারার রেকর্ড।’
২০১৯ সালের বিশ্বকাপে জেসন রয়ের ১৫৩ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ৩৮৬ রান করে ইংল্যান্ড। পাহাড়সম লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের ১২১ রানের ভর করে ২৮০ রান পর্যন্ত তুলতে পারে বাংলাদেশ। ফলে বাংলাদেশকে ১০৬ রানে হারতে হয় সেই ম্যাচটিতে।
আরও পড়ুন: ভিনির জোড়া গোলে বায়ার্নকে রুখে দিল রিয়াল মাদ্রিদ
ক্রিফোস্পোর্টস/১মে২৪/এজে